শুভব্রত মুখার্জি:- শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। রাঁচিতে শুরু হয়েছে এই টেস্ট। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। ব্যাট করতে নেমে এদিন বেশ বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড দল। ভারতের হয়ে এই ম্যাচেই অভিষেক হয়েছে বাংলার পেসার আকাশ দীপের। তাঁর দাপুটে ওপেনিং স্পেলের পরেই সমস্যায় পড়ে যায় ইংল্যান্ড দল। সেখান থেকেই ইংল্যান্ড দলকে ম্যাচে লড়াইতে ফেরান তাদের প্রাক্তন অধিনায়ক জো রুট। গোটা সিরিজে ব্যাট হাতে কার্যত ফর্মে ছিলেন না তিনি। তবে এই টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেছেন তিনি। তাঁর করা শতরানের দৌলতেই প্রথম দিন শেষে ম্যাচে লড়াইতে রয়েছে ইংল্যান্ড দল।আর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ইনিংসে ভূয়সী প্রশংসা করেছেন বর্তমান ইংল্যান্ড টেস্ট দলের ওপেনার জ্যাক ক্রলি।
প্রথম দিনশেষে ১০৬ রান করে অপরাজিত রয়েছেন জো রুট। তাঁর এই ইনিংসে ভর করেই দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩০২ রান। একটা সময়ে প্রথম দিনের খেলাতে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১১২ রান। সেখান থেকে রুটের ইনিংসে লড়াইতে ফেরে ইংল্যান্ড। রুটের ইনিংসে নিয়ে বলতে গিয়ে জ্যাক ক্রলি জানিয়েছেন, 'ও(রুট) একজন অনবদ্য ক্রিকেটার। আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলাম যে ও একটা বড় ইনিংস খেলবে। এই সিরিজেই যে ও এটা করবে সেটা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম। নিঃসন্দেহে আমাদের সেরা ক্রিকেটার ও। আজকে ও অনবদ্য খেলেছে।'
তিনি আরও যোগ করেন, 'যে কৃতিত্ব রুট পাচ্ছে সেটা ওর প্রাপ্য। ও কঠিন পরিশ্রম করে। খুব পরিশ্রমী ক্রিকেটারও। আর সেই কারণেই ও সফলতা পায়। ভবিষ্যতেও পাবে। আমাদের দলে এই মুহূর্তে ওই সম্ভবত এমন এক ক্রিকেটার যে এই অনবদ্য ইনিংসটা খেলতে সক্ষম। ও এতটাই ভালো একজন ক্রিকেটার। আমাদের নিঃসন্দেহে সেরা ক্রিকেটারও। ওর বড় স্কোর পাওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দলের হয়ে বছরের পর বছর ধরে ও এমন ইনিংস খেলে এসেছে। অবিশ্বাস্য একটা ইনিংস উপহার দিয়েছে ও।'
এদিন ইনিংস ওপেন করতে এসে জ্যাক ক্রলি করেছেন ৪২ রান। এছাড়াও রুটকে যোগ্য সঙ্গত দিয়েছেন কিপার ব্যাটার বেন ফোকস। এদিনের পিচ নিয়ে বলতে গিয়ে জ্যাক ক্রলি জানিয়েছেন, 'পিচটা খুব কঠিন ছিল। বল প্রথমদিকে মুভ করছিল। মুভ করে ভিতরে ঢুকে আসছিল। আমাদের মনে হয়েছিল এর বিরুদ্ধে আমাদের কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। উইকেটের ফাটল দেখে আমি ভেবেছিলাম বাউন্সে তারতম্য হবে। তবে খুব বেশি হয়নি।'