রাঁচিতে চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনের শেষে ১৩৪ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৫৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। দলের ব্যাটিংয়ের সঙ্গে ফের প্রশ্নের মুখে লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্ব। মাঠে তার নিস্ক্রিয় অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। প্রথম দিনের শেষ থেকে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইংনিস চলা পর্যন্ত ভারতীয় ফিল্ডারদের গা ছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন তারা। সঞ্জয় মঞ্জরেকর ও দীনেশ কার্তিক মাঠে বিরাট কোহলির অনুপস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা জানান বিরাটের মতো একজনকে মিস করছে ভারত।
যখনই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বারবার সবার আগে উঠে এসেছে মাঠে তার নিশ্চলভাব। তার সমালোচকেরা বারবার বলেন রোহিত ঘটনা ঘটার অপেক্ষা করেন। বিশেষ করে যখন কোনও পার্টনারশিপ গড়ে ওঠে রোহিতের শারীরিক ভাষা দেখে হতাশ মনে হয় বলে দাবি সমালোচকদের। ভারতীয় বোলারা প্রথম দিনের প্রথম সেশানে মাত্র ১১২ রানের ইংরেজদের পাঁচটি উইকেট ফেলে দেয়। আশ্চর্যজনকভাবে এরপরের সেশানে একটি উইকেটও খেলতে পারেনি ভারতীয় বোলাররা। বড় পার্টনারশিপ তৈরি করেন জো রুট এবং বেন ফোকস।
ইংরেজ ব্যাটাররা যখন প্রতিরোধ গড়ে তুলছেন সেই সময় কুলদীপকে দেরিতে বলে আনা নিয়ে রোহিতের সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটাররা। ম্যাচের ৪১ ওভারের মাথায় কুলদীপকে বলে আনেন ভারত অধিনায়ক। এছাড়া প্রথম দিনের শেষ সেশনে ইংল্যান্ডের সাতটি উইকেট পড়ে গেল ভারত নতুন বল নেয়নি। তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতেও ভারতীয় ক্রিকেটারদের সেই খিদে লক্ষ্য করা যায়নি বলেই মনে করছেন তারা। ধীরগতিতে খেলায় এগোনোয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং দীনেশ কার্তিক মাঠে উত্তেজনা এবং বিরাট কোহলির অনুপস্থিতির কথা তুলে ধরেন।
সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'মাঠে ফিল্ডাররা হাঁপিয়ে পড়লে বা শান্ত থাকলে বিরাট তাদের উত্তেজিত করে তোলে। ও মাঠে থাকলে একটা তীব্রতা অনুভব করা যায়। বিরাট মাঠে নেই ওকে ভারত মিস করছে। এখানে ওর মতই একজনকে দরকার।' সঞ্জয়ের কথার রেশ ধরে দীনেশ কার্তিক বলেন, 'ক্রিকেটারদের উত্তেজিত করা ও সমর্থকদের সমর্থন নেওয়ার ক্ষমতা বিরাটের মধ্যে রয়েছে।'
ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট সিরিজ খেলছেন না প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দুটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলের তার নাম থাকলেও হায়দরাবাদে প্রথম ম্যাচে নামার আগে নিজেকে সরিয়ে নেন বিরাট। পরে শেষ ম্যাচগুলোও তিনি খেলবেন না তা পরিষ্কার হয়ে যায়।