Virat Kohli fan Sachin Dhas: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন অধিনায়ক উদয় সাহারান ও আক্রমণাত্মক ব্যাটসম্যান সচিন ধাস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল উদয় সাহারান নেতৃত্বাধীন ভারত। সেমিফাইনাল ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত প্রতিপক্ষকে ২ উইকেটে পরাজিত করে। এই ম্যাচে ভারতের ক্যাপ্টেন উদয় সাহারান অধিনায়কের ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত দলকে জেতাতে ক্রিজে ছিলেন। সাহারান ১২৪ বলে ৮১ রান করেন। সাহারান এমন এক মুহূর্তে রান করেছিলেন যখন ভারতের পক্ষে জয় কঠিন বলে মনে করা হয়েছিল। এই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন আরেক খেলোয়াড় সচিন ধাস। তিনি মাত্র ৯৫ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলকে জয়ের দিকে নিয়ে যান।
সচিন এবং উদয়ের এই ইনিংসের ফলে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নবমবার প্রবেশ করেছে। সচিনের ব্যাটিং মাস্টারক্লাসের প্রশংসা পাওয়ার পর সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলেছেন সচিন ধাসের বাবা সঞ্জয়। তিনি জানিয়েছিলেন, ‘আমি সচিন তেন্ডুলকরের নামে ওর নাম রেখেছিলাম। আমি সচিনের একজন বিশাল ভক্ত ছিলাম, যখন সে ২০০৫ সালে জন্মগ্রহণ করেছিল তখন তাঁর নাম সচিনের নামে রেখেছিলাম। তবে নাম সচিন হলেও তিনি বিরাট কোহলিকেও অনেক পছন্দ করেন। সচিনের কোনও বন্ধু নেই, আমি ওর বন্ধু। কোনও বিয়ে বা কোনও জন্মদিনের অনুষ্ঠানে ওকে কখনও যেতে দিইনি। যাতে ওর ক্রিকেট থেকে ফোকাসটা নষ্ট না হয়ে যায়।’
সচিনের বাবা আরও বলেছেন, ‘মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আমার ছেলের প্রতি ন্যায্য আচরণ করেছে। সে প্রতিটি স্তরে পারফর্ম করেছে এবং তাঁকে সবসময় যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়েছে। আমি জানি সে কী করবে। অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরের কৃপায় এবং সকলের শুভ কামনায়, আমার ছেলে খুব শীঘ্রই সিনিয়র দলের হয়ে খেলবে। আমরা সকলেই সেই দিনের জন্য অপেক্ষা করছি।’
কোনও সন্দেহ নেই যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তি ভারতে বারবার জন্মগ্রহণ করেন না, তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিছু খেলোয়াড় এত ভালো পারফর্ম করেছেন যে তাদেরকে ভবিষ্যতের বিরাট এবং রোহিত বলা হচ্ছে। এই দুই তারকার নাম হল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উদয় সাহারন ও অন্য জন হলেন সচিন ধাস। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভবিষ্যতের রোহিত-বিরাট বলছেন।