আইপিএল ২০২৪ এর পঞ্চম ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই ম্যাচে স্বাগতিক দল গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে স্বাগতিক গুজরাট দল খুব ক্লোজ ব্যবধানে জিতেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ বিসিসিআই সচিব জয় শাহও এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ইশান কিষানের সঙ্গে জয় শাহকে কথা বলতে দেখা যায়। সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IPL 2024: চূড়ান্ত বিদ্রুপের শিকার হয়ে আমদাবাদের জনতার উদ্দেশ্যে কী বললেন হার্দিক?
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং ইশান কিষানের মধ্যে যে কথা বার্তা হচ্ছিল তা দেখলে বোঝা যায় যে ইশান কিষান বিসিসিআই-এর ২০২৩-২৪ কেন্দ্রীয় চুক্তির অংশ না হলেও বোর্ড তার সঙ্গেই রয়েছে। ইশানও বোঝেন যে বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের উপেক্ষা করার কারণে তাকে বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই কারণেই তার সঙ্গে শ্রেয়স আইয়ারকেও চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইশান কিষান দক্ষিণ আফ্রিকা সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ইশান জানিয়েছিলেন তিনি মানসিকভাবে ক্লান্ত হয়েগিয়েছেন। এরপরে তাঁকে দুবাইতে পার্টি করতে দেখা যায়। এরপর যখন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়, তখন তিনি নিজেকে উপলব্ধ করেননি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনের সময়ও তিনি সকলকে উপেক্ষা করেছিলেন। এমনকি বিসিসিআই তাঁকে রঞ্জি ট্রফি খেলতে বললেও তিনি সেটিকে গুরুত্ব দেননি ও তাঁকে রঞ্জিতে খেলতে দেখা যায়নি। তবে এই সময়ে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এতেই নাকি চটে গিয়েছিল বিসিসিআই-এর বেশকিছু কর্তা।
আরও পড়ুন… ভিডিয়ো: ৪৫৪ দিন পরে মাঠে ফিরেই পুরনো ছন্দে ঋষভ! জিতেশকে আউট করে সকলকে অবাক করলেন পন্ত
এই কারণেই বিসিসিআই তার চুক্তি বাতিল করে। শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও অনুরূপ ছিল, কিন্তু তিনি শুধুমাত্র একটি রঞ্জি ট্রফি ম্যাচ মিস করেছিলেন, যার জন্য তাঁকে তার বার্ষিক চুক্তি হারানোর মূল্য দিতে হয়েছিল। তবে দুই খেলোয়াড়ই বর্তমানে আইপিএল খেলছেন। শ্রেয়স আইয়ার এখনও রঞ্জি ট্রফির সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছেন, আর ইশান কিষানকে সরাসরি আইপিএলে খেলতে দেখা গিয়েছে। তিনি একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলেছেন। তবে এদিন জয় শাহের সঙ্গে ইশান কিষানের যে ছবি দেখা গিয়েছে তাতে অনেকেই মনে করেন হয়তো পরিস্থিতি কিছুটা ঠান্ডা হবে। এখন দেখার ইশান আবার ভারতীয় দলে নিজের জায়গাটা খুঁজে পায় কিনা।