IPL 2024-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ২০৮/৭ এর বিশাল স্কোর তুলেছিল। জবাবে মায়াঙ্ক আগরওয়াল (৩২) ও অভিষেক শর্মা (৩২) হায়দরাবাদকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। দুজনেই প্রথম উইকেটে ৬০ রানের জুটি গড়েন। দীর্ঘ সময় ধরে একটি উইকেটের জন্য লড়াই করতে হয়েছিল কেকেআরকে। হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন ২২ বছর বয়সি ফাস্ট বোলার হর্ষিত রানা। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মায়াঙ্ককে শিকার করেন তিনি। ডিপ স্কোয়ার লেগে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন মায়াঙ্ক।
আরও পড়ুন… ভিডিয়ো: ৪৫৪ দিন পরে মাঠে ফিরেই পুরনো ছন্দে ঋষভ! জিতেশকে আউট করে সকলকে অবাক করলেন পন্ত
হর্ষিত যেভাবে মায়াঙ্কের প্যাভিলিয়নে ফেরা সেলিব্রেশন করেছিলেন তা দেখে অনেক ক্রিকেট ভক্তই ক্ষুব্ধ হয়েছিলেন। আসলে, ৩৩ বছর বয়সি মায়াঙ্ককে আউট করার পরে হর্ষিত একটি উড়ন্ত চুম্বন দিয়েছিলেন। সেই সময়ে মায়াঙ্ককে রেগে যেতে দেখা যাচ্ছিল। হর্ষিতের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। এক ব্যবহারকারী লিখেছেন, ‘হর্ষিত, আপনার সিনিয়রদের সম্মান করতে শিখুন, কেন আপনি মায়াঙ্কের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করছেন?’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনি খেলতে শুরু করেছেন বেশি দিন হয়নি। এ ধরনের আচরণ করা উচিত নয়।’ অন্যরা বলেন, ‘এমন মনোভাব ঠিক নয়। আপনাকে প্রভাবিত করতে পারে।’
ম্যাচের কথা বলতে গেলে, কেকেআরের শুরুটা বিশেষ কিছু ছিল না। ৫১ রানে চার উইকেট হারিয়েছে কেকেআর। সুনীল নারিন (২), বেঙ্কটেশ আইয়ার (৭) এবং নীতীশ রানা (৯) দুই অঙ্কে পৌঁছতে পারেননি এবং শ্রেয়স আইয়ারের অ্যাকাউন্ট খুলতে পারেনি। তবে ওপেনার ফিলিপ সল্ট বল ধরেন। তিনি রমনদীপ সিংয়ের সঙ্গে (১৭ বলে ৩৫, এক চার, চারটি ছক্কা) পঞ্চম উইকেটে ৫৪ রান যোগ করেন এবং কলকাতাকে শত ছাড়িয়ে যান। ১২তম ওভারে রমনদীপ এবং ১৪তম ওভারে সল্ট প্যাভিলিয়নে ফেরেন। এরপর দায়িত্ব নেন রাসেল ও রিঙ্কু। ২০তম ওভারে রিঙ্কু তার উইকেট হারান। মিচেল স্টার্ক ৬ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… PBKS vs DC Live score IPL 2024: দিল্লিকে চার উইকেটে হারিয়ে ২ পয়েন্ট পেল পঞ্জাব
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে টি নটরাজন তিনটি, মায়াঙ্ক মারকান্ডে দুটি এবং অধিনায়ক প্যাট কামিন্স একটি উইকেট নেন। এদিন সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৯ রানের লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদ লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায়। রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা ক্রিজে লড়াই করেন। তবে ১৬.৫ ওভারে একটা সময়ে ১৪৫ রানে পাঁচ উইকেট হারায় সানরাইজার্স। এরপরে শাহবাজ আহমেদ ও এনরিখ ক্লাসেন রানের ঝড় তোলেন এবং ১৯.২ ওভারে ২০৩ রান তোলে। তবে এরপরে হর্ষিত রানার বলে শাহবাজ আহমেদ (৫ বলে ১৬ রান) আউট হন এবং সেই ওভারেই এনরিখ ক্লাসেনকে (২৯ বলে ৬৩ রান) ফেরেন। শেষ ওভারে নাইটদের ম্যাচ জেতান হর্ষিত রানা।