বাংলা নিউজ > ক্রিকেট > MI নেটে চেনা ছন্দে দেখা মিলল হার্দিকের, 2024 IPL-এ ঝড় তোলার আভাস দিয়ে রাখলেন- ভিডিয়ো

MI নেটে চেনা ছন্দে দেখা মিলল হার্দিকের, 2024 IPL-এ ঝড় তোলার আভাস দিয়ে রাখলেন- ভিডিয়ো

নেটে আগ্রাসী হার্দিক পান্ডিয়া।

সোমবার হার্দিককে নেটে চেনা ছন্দেই পাওয়া গিয়েছে। মুম্বই তাদের নেট সেশনের একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে হার্দিককে সাবলীল ভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে। বেশ আগ্রাসী মেজাজে লেগেছে হার্দিককে।

২২ মার্চ থেকে শুরু হবে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মরশুমের প্রস্তুতিতে নেমে পড়েছে সব দলই। সোমবার (১১ মার্চ) মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়াও। তিনি এদিনই অনুশীলনেও নেমে পড়েন। মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) নতুন অধিনায়ক হার্দিককে নেটে ব্যাট হাতে বেশ সাবলীল লেগেছে।

হার্দিক তাঁর প্রাক্তন আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে এই মরশুমে প্রত্যাবর্তন করেছেন। গত বছরের ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছিল যে, দলে প্রত্যাবর্তনকারী হার্দিককে ২০২৪ মরশুমে অধিনায়ক করা হবে। আর মুম্বইয়ের হয়ে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার এক দশকের দীর্ঘ মেয়াদ শেষ হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে খুশি হননি ভারতের বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই।

আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী

যাইহোক সোমবার হার্দিককে নেটে চেনা ছন্দেই পাওয়া গিয়েছে। মুম্বই তাদের নেট সেশনের একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে হার্দিককে সাবলীল ভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে। বেশ আগ্রাসী মেজাজে লেগেছে হার্দিককে।

তবে এদিন ড্রেসিংরুমে পৌঁছেই হার্দিক একটি অবাক করার মতো কাজ করেছে। কোচ মার্ক বাউচারের সঙ্গে ড্রেসিং রুমে তাঁকে একটি মন্দির স্থাপন করতে দেখা গিয়েছে। ঘনঘন চোটের হাত থেকে বাঁচতেই কি তবে ঈশ্বরে দ্বারস্থ হয়ে একেবারে ড্রেসিংরুমের ভিতরেই মন্দির স্থাপন করে ফেললেন হার্দিক?

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে হার্দিককে ঈশ্বরের প্রতিকৃতিতে মালা পরাতে এবং প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। বাউচার আবার নারকেল ভেঙ্গেছেন। এর পর ভগবানের উদ্দেশ্যে প্রসাদও নিবেদন করা হয়। মুম্বই ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল হ্যান্ডেল অধিনায়ক এবং কোচের এই পুজো করার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে প্রথম বার মুম্বই শিবিরে যোগ দিয়েই হার্দিক পুজোয় মন দিয়েছেন। তবে ড্রেসিংরুমে ঢুকেই প্রথমে তিনি সকলকে জড়িয়ে ধরেন। এবং তার পর ঈশ্বরের ছবি রেখে পুজো শুরু করেন। আর এই ভিডিয়োর ক্যাপশনে মুম্বই লিখেছে, ‘এ বার শুরু করা যাক’।

আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ

এদিকে রোহিত শর্মা কি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএলে খেলবেন, নাকি খেলবেন না? সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ হারিয়ে দিয়েছে ভারতীয় দল। আর তার পরেই ২০২৪ আইপিএল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বড় আলোচনা চলছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মাকে নিয়ে।

গুজরাট টাইটান্সে দুই বছর সফল ভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করার পরে হার্দিক ফের মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন করেছেন। হার্দিকের নেতৃত্বে গুজরাট ২০২২ সালে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়। এর পর ২০২৩ সালে তারা ফাইনালে ওঠে। তবে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ক্রিকেট খবর

Latest News

মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের পাহাড়ের ৩ পুরসভায় ভোট, সিদ্ধান্ত নিতে রাজ্যকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিল হাইকোর্ট ট্রাক ধর্মঘটে ব্যবসায় প্রভাব, পুজোর আগে বিভিন্ন সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের!বললেন ‘জ্যান্ত ভগবানদের জন্য…’ লাইভ স্ট্রিমিংয়ে ভয় মমতার, খোঁচা শুভেন্দুর, 'আদালতকে প্রভাবিত করতে ছবি প্রকাশ' 'ওরা বিচার চায়না, ওরা চায় চেয়ার, মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি' 'তাঁরা যে ২ ঘণ্টা আসেননি, আমি তাতেও কোনও অ্যাকশন নেব না', বললেন মমতা আরজি কর দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের নোয়াপাড়ার বাড়িতে ED হানা! কুমোরটুলিতে কুণাল! পোস্টে, ‘ন্যায় বিচার হোক, সঙ্গে পুজোও হোক’র ডাক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.