প্রবল চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বলা যেতে পারে, ক্ষোভের আগ্নেয়গিরির মধ্যে বসে রয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। আসলে রোহিত শর্মার বদলে হার্দিককে এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার পর থেকেই চলছে বিতর্ক। তীব্র আক্রমণের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। গোদের উপর বিষফোঁড়া আবার, তাঁর নেতৃত্বে এবার আইপিএলে মুম্বই টানা তিনটি ম্যাচ হেরে বসে রয়েছে। সেই কারণে আরও চাপে পড়ে গিয়েছেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক থেকে রোহিত ভক্তদের তীব্র আক্রোশের মুখে পড়েছেন হার্দিক। শুধু তাই নয়, ওয়াংখেড়ের গ্যালারিতেও বারবার কটাক্ষের মুখে পড়ছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসের সময়ে দর্শকদের একাংশ সমানে রোহিত, রোহিত... নামে চিৎকার করে গিয়েছেন। ওই সময়ে সঞ্চালক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর পর্যন্ত দর্শকদের শান্ত এবং ভদ্র ব্যবহার করতে পরামর্শ দেন।
আরও পড়ুন: মায়াঙ্কের গতিতে কেঁপে গেল RCB-র টপ অর্ডার, ঘরের মাঠে টানা ২ ম্যাচ হার কোহলিদের, LSG জিতল ২৮ রানে
ম্যাচ শেষে একটা সময় দেখা গিয়েছে, মুম্বই ডাগআউটে কেউ কোথাও নেই। একা বসে রয়েছেন হার্দিক। তাঁকে দেখে বোঝাও যাবে না তিনি দলের অধিনায়ক। দলে অনেকের সমর্থন পাচ্ছেন না, দলের মধ্যে থেকেই যেন একঘরে হয়ে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক। তবে এবার হার্দিকের পাশে দাঁড়িয়ে সরব হলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।
তিনি মঙ্গলবার বলেছেন যে, মুম্বইয়ের সমর্থকদের আরও বেশি করে হার্দিক পান্ডিয়াকে সমর্থন করা উচিত। পাঁচ বারের চ্যাম্পিনদের অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে হার্দিকের কিছুটা সময় লাগবে। রবি শাস্ত্রী সেই দর্শকদের আক্রমণ করেছেন, যাঁরা ২০২৪ আইপিএলের ম্যাচে হার্দিককে নানা ভাবে আক্রমণ করছেন, তাঁকে নিয়ে ঠাট্টা করছেন।
আরও পড়ুন: RCB-কে হারিয়ে লিগ টেবলে বড় লাফ LSG-র, বেশ চাপে এখন কোহলিরা
স্টার স্পোর্টসে মুম্বই সমর্থকদের উদ্দেশ্যে রবি শাস্ত্রী বলেছেন, ‘বছরের পর বছর ধরে দলকে সমর্থন করছেন আপনারা। মাত্র ২-৩ ম্যাচেই দলটা খারাপ হয়ে যায় না। ওরা ৫ বারের চ্যাম্পিয়ন, সর্বোপরি ওদের একজন নতুন অধিনায়ক আছে। শুধু ধৈর্য ধরতে হবে। এই ছেলেটিকে (হার্দিক) তো সকলেই জানেন। ও আপনাদের মতোই একজন মানুষ। দিনের শেষে কি ওকে রাতে ঘুমোতে দেবেন না? এটা ভেবে দেখে ধৈর্য ধরুন।’
এই পরিস্থিতিতে হার্দিকের কী করা উচিত, সেটাও জানিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘হার্দিককে আমি বলব, এই পরিস্থিতিতে শান্ত থাকতে। ধৈর্য্য ধরে থাকতে। বাইরের বিষয়গুলিকে উপেক্ষা করতে হবে। এবং তার পরে শুধু নিজের খেলায় মনোনিবেশ করো। ৩-৪টি ম্যাচ জিতলেই সব কিছু বদলে যাবে।’