IPL 2024-এর ৩৬ তম ম্যাচে মাত্র ১ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এর জবাবে নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তোলে ২২১/১০ রান। ফলে গুরুত্বপূর্ণ ম্য়াচ জিতে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এল শ্রেয়স আইয়ার অ্যান্ড টিম। চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচটি কেমন ভাবে এগিয়ে ছিল।
টসে জিতেছিল কারা?
রবিবার আইপিএল-এর ৩৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচে RCB দলে তিনটি পরিবর্তনও হয়েছিল। এই ম্যাচে দলে ফিরেছেন মহম্মদ সিরাজ, ক্যামরন গ্রিন ও করন শর্মা। কেকেআর অবশ্য নিজেদের দলকে অপরিবর্তিত রেখেছিল।
আরও পড়ুন… IPL 2024 KKR vs RCB: একই ওভারে দুটি উইকেট, বোলার রাসেল যে ফুরিয়ে যায়নি, সাক্ষী থাকল ইডেন
কেমন ছিল KKR-এর ইনিংস?
প্রথমে ব্য়াট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এর কারণ অবশ্য এদিন সুনীল নারিনের ব্যাট সেভাবে কাজ করেনি। তবে দারুণ শুরু করেছিলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করেন ফিল সল্ট। এই ইনিংসে তিনি সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে ১৫ বলে মাত্র ১০ রান সুনীল নারিন। যশ দয়ালের বলে তিনি আউট হন। এরপরে অংকৃষ রঘুবংশীকেও ফেরান যশ দয়াল। এই সময়ে দুরন্ত ক্যাচ নেন ক্যামরন গ্রিন।
আরও পড়ুন… IPL 2024 KKR vs RCB: একই ওভারে দুটি উইকেট, বোলার রাসেল যে ফুরিয়ে যায়নি, সাক্ষী থাকল ইডেন
৫৬ রানের মধ্যে প্রথম উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। এরপরে দলের ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। অংকৃষ রঘুবংশী আউট হওয়ার সময়ে দলের রান ছিল ৭৫। এরপরে ৮.২ ওভারে চতুর্থ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। ৯৭ রানে চতুর্থ উইকেট হারায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ারের উইকেটের শিকার করেন ক্যামরন গ্রিন। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিং। রিঙ্কু ১৬ বলে ২৪ রান করে ফেরেন। মাঠে নামেল রাসেল। ১৪ ওভারে কলকাতা নাইট রাইডার্সের রান হয় ১৪২/৫। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রান করে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার ৩৬ বলে ৫০ রান করেন। এরপরে আন্দ্রে রাসেল ২০ বলে ২৭ রান ও রমনদীপ সিং ৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন।
কেমন ছিল RCB-র ইনিংস?
এদিন ২২৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মাত্র সাত বলে ১৮ রানের ইনিংস খেলে হর্ষিত রানার শিকার হন বিরাট কোহলি। তবে এই আউট নিয়ে একেবারেই খুশি ছিলেন না কিং কোহলি। মাঠের মাঝেই এর প্রতিবাদ জানান তিনি। এরপরে সাত রান করে বরুণ চক্রবর্তীর বলে সাজঘরে ফেরেন ফ্যাফ। ৩৫ রানে ২ উইকেট হারায় বেঙ্গালরু। এরপরে রজত পতিদার ও উইল জ্যাকস দারুণ জুটি গড়েন। ১৩৭ রানে তৃতীয় উইকেট হারায় RCB. আন্দ্রে রাসেল এসেই এক ওভারে উইল জ্যাকস ও রজতকে সাজঘরে ফেরান রাসেল। জ্যাকস করেন ৩২ বলে ৫৫ রান এবং রজত ২৩ বলে ৫২ রান করে সাজঘরে ফিরে যান।
এরপরেই ম্যাচের ছবি বদলে যায়। একটা সময়ে মনে হচ্ছিল ম্যাচ বেঙ্গালুরু সহজেই জিতবে, তবে সেটা আর হয়নি। এরপরে সুনীল নারিন পরের ওভারে এসেই ক্যামরন গ্রিন ও লোমরোরকে সাজঘরে ফেরান নারিন। গ্রিন ৬ রান ও লোমরোর চার রান করে সাজঘরে ফেরেন। ১৩ ওভারে RCB-র স্কোর ছিল ১৫৫/৬ রান। এরপরে প্রভুদেশাই ও কার্তিক কিছুটা লড়াই চালান, তবে তারা সফল হতে পারেননি। কার্তিক ১৮ বলে ২৫ করে রাসেলের শিকার হন। প্রভুদেশাই ১৮ বলে ২৪ রান করে হর্ষিত রানার বলে আউট হন। ১৯ ওভারে বেঙ্গালুরুর স্কোর ছিল ২০৮/৮ রান। এরপরে করন শর্মা দারুণ লড়াই চালান। এমন কি মিচেল স্টার্কের ওভারে ৩টি ছক্কা হাঁকান। তবে শেষ পর্যন্ত ৭ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে শেষ পর্যন্ত ২২১ রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস। মাত্র ১ রানে জেতে কলকাতা নাইট রাইডার্স।