আইপিএলে টস বিতর্কে ঘি ঢালল ফ্যাফ ডু'প্লেসির অঙ্গভঙ্গি। সোমবার বেঙ্গালুরুতে টসের আগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক কিছু একটা কথা বলতে থাকেন। তাঁর অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সময় কীভাবে টস হয়েছিল, তা দেখাচ্ছিলেন আরসিবির অধিনায়ক। আর ফ্যাফের কথাবার্তা শুনে পুরোপুরি হতবাক দেখায় সানরাইজার্সের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। আর সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, মুম্বইয়ের বিরুদ্ধে টসে যে কারচুপি হয়েছিল, সেটাই কামিন্সকে ব্যাখ্যা করছিলেন ফ্যাফ। আর এরকমও যে ঘটতে পারে, সেটা ভেবে হতবাক হয়ে যান কামিন্স।
ঠিক কেন টস নিয়ে বিতর্ক শুরু হয়?
তবে নেটিজেনদের একাংশ যে টসে কারচুপির তত্ত্ব খাড়া করছেন, তা আদৌও ঘটেছিল কিনা, তা স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে টসের সময় কয়েন ফ্লিপ করেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সাধারণত যেভাবে অধিনায়করা কয়েন ফ্লিপ করেন, ঠিক সেরকমভাবে করেননি মুম্বইয়ের অধিনায়ক। কয়েনটা পিছন দিকে চলে যায়। পিছনে ঘুরে কয়েনটা নিতে যান ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। তিনি কয়েন তুলে নিয়ে জানান যে হার্দিক টসে জিতেছেন।
আরও পড়ুন: RCB vs SRH, IPL 2024: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায়
তখন থেকেই নেটিজেনদের একাংশ টসে কারচুপির অভিযোগ তুলেছেন। তাঁরা দাবি করেছেন যে হাতে তোলার সময় শ্রীনাথ নাকি টসের কয়েনটা উলটে দেন। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। সরকারিভাবে কিছু বলা হয়নি আরসিবির তরফেও। সেদিন ম্যাচের পর ফ্যাফ নিজেও কিছু বলেননি। কিন্তু সোমবার টসের আগে কামিন্সকে যে অঙ্গভঙ্গি করেন ফ্যাফ, সেটাই ঘি ঢেলেছে বিতর্কে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক নেটিজেন বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কীভাবে রেফারি কয়েনটা উলটে দেন, সেটা কামিন্সকে বোঝাচ্ছিলেন ফ্যাফ। আর কামিন্সের প্রতিক্রিয়াটা। দয়া করে এই ভিডিয়োটা ছড়িয়ে দিন। বিসিসিআই নিরপেক্ষভাবে টুর্নামেন্ট আয়োজন করা হোক, নাহলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের আয়োজন করে দেওয়া হোক।' অপর এক নেটিজেন আবার বলেন, ‘বড়সড় স্ক্যাম টুর্নামেন্ট। আর সবথেকে বড় স্ক্যাম দল হল মুম্বই ইন্ডিয়ান্স।’
যদিও বৃহস্পতিবার বা সোমবারের ঘটনা নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কোনও মন্তব্য করেনি মুম্বই বা আরসিবিও। যে আরসিবি আপাতত আইপিএলের পয়েন্ট তালিকার একেবারে শেষে আছে। সাতটি ম্যাচে খেলেছে। একটি ম্যাচে জিতেছে। হেরেছে ছ'টি ম্যাচে। ঝুলিতে আছে দু'পয়েন্ট। টানা পাঁচটি ম্যাচে হেরেছেন বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা।
আরও পড়ুন: IPL 2024-চোখে মুখে রাগ, অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট কোহলি-ভিডিয়ো