১৫৫.৮ কিলোমিটার- অভিষেকেই এবারের আইপিএলের দ্রুততম বল করলেন লখনউ সুপার জায়ান্টসের অনামী ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব। আর সেটা নেহাতই যে স্রেফ একটি দ্রুতগতির বল, তা মোটেও নয়। বরং অভিষেকেই গতির ঝড় তুলে দিয়েছেন। আইপিএলের প্রথম বলটাই ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি ছিল। সবমিলিয়ে তাঁর ১৭টি বলের মধ্যে ১৪৫ কিমির নীচে ছিল মাত্র পাঁচটি বল। বাকি সবগুলি ১৪৫ কিলোমিটারের গণ্ডি ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, তাঁর প্রথম কয়েকটি বলের গতি হল - ১৪৭, ১৪৬, ১৫০, ১৪১, ১৪৯, ১৫৬, ১৫০, ১৪২, ১৪৪, ১৫৩, ১৪৯, ১৫২, ১৪৯, ১৪৭, ১৪৭, ১৪০, ১৪২ কিলোমিটার। ইতিমধ্যে দুটি উইকেটও নিয়ে ফেলেছেন। আইপিএলে প্রথম শিকার হলেন জনি বেয়ারস্টো। আর সেই বলটার গতি ছিল ঘণ্টায় ১৪৩ কিমি। আর তাঁর দ্বিতীয় শিকার হলেন প্রভসিমরন সিং। সেই বলের গতি ছিল ১৪৭ কিমি।
মায়াঙ্কের ১৫৫.৮ কিমির বলটা কেমন ছিল?
১২ তম ওভারের প্রথম বলেই ঘণ্টায় ১৫৫.৮ কিমির বল করেন মায়াঙ্ক। যা তাঁর দ্বিতীয় ওভার ছিল। ডানদিকে সরে জায়গা তৈরি করে বলটায় থাপ্পড় মারার চেষ্টা করেন শিখর ধাওয়ান। কিন্তু বলটার গতির কাছে পরাস্ত হয়ে যান পঞ্জাব কিংসের অধিনায়ক। উইকেটের পিছনে বলটা জমা পড়ে উইকেটকিপার কুইন্টন ডি'ককের হাতে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মায়াঙ্ক যাদবের ইতিবৃত্ত
১) ২১ বছরের মায়াঙ্ক ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। ২০০২ সালের ১৭ জুন নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেছেন।
২) দিল্লির হয়ে মাত্র এখনও পর্যন্ত একটি মাত্র রঞ্জি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। ২০২২ সালের ডিসেম্বরে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছিলেন। প্রথম ইনিংসে ১৭.২ ওভারে ৪৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: LSG vs PBKS, IPL 2024: ঠিক যেন ম্যাক্সওয়েল! দৃষ্টিনন্দন সুইচ হিটে ছক্কার মাইলস্টোন ধাওয়ানের- ভিডিয়ো
৩) মোট ১৭টি ‘লিস্ট-এ’ ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। মোট ৩৪টি উইতেট নিয়েছেন। গড় ২১.৫৫। ইকোনমি রেট ৫.৩৫। সেরা বোলিং ফিগার হল - ৪৭ রানে চার উইকেট। গতবারের ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ছ'টি উইকেট।
৪) শনিবারের ম্যাচের আগে মাত্র ১০টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। উইকেট নিয়েছেন ১২টি।
লখনউয়ের ব্রহ্মাস্ত্র
শনিবার একানা স্টেডিয়ামে মায়াঙ্ক গতির ঝড় তোলার পরে লখনউ সুপার জায়ান্টসের তারকা ক্রুণাল পান্ডিয়ার একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে লখনউয়ের অস্থায়ী ক্যাপ্টেন নিকোলাস পুরান তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মরশুমে কোন তরুণ খেলোয়াড়ের দিকে নজর থাকবে? সেই প্রশ্নের জবাবে ক্রুণাল বলেছিলেন, ‘মায়াঙ্ক যাদব। ও ফাস্ট বোলার। ও দ্রুত বল করে। যতটা ওকে দেখেছি, তাতে অত্যন্ত উত্তেজিত বোধ করছি। ও কেমনভাবে এগিয়ে যায়, সেটা দেখতে চাই।’