বাংলা নিউজ > ক্রিকেট > কিউয়িদের বিরুদ্ধে ODI সিরিজের দলে ব্রুক, WC-এরও দলে থাকার ইঙ্গিত ব্রিটিশ কোচের

কিউয়িদের বিরুদ্ধে ODI সিরিজের দলে ব্রুক, WC-এরও দলে থাকার ইঙ্গিত ব্রিটিশ কোচের

হ্যারি ব্রুক।

গত মাসেই বিতর্কিত ভাবে জাতীয় দলের ওডিআই বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল হ্যারি ব্রুককে। তার পরেই আবার নাটকীয় ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে ফিরে এসেছেন তিনি।

শুভব্রত মুখার্জি: বেশ কয়েক দিন আগেই ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেট দলের তরফে তাদের ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই দলের খেলার কথা রয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপে। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় প্রাথমিক দলে জায়গা হয়নি নবীন তারকা ব্যাটার হ্যারি ব্রুকের। তবে বিশ্বকাপে ব্রুকের খেলার আশা যে শেষ হয়ে যায়নি, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার। প্রায় এক সুরে এবার কথা বলতে শোনা গেল দলের হেড কোচ ম্যাথু মটসকে। পাশাপাশি জল্পনা উস্কে দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলার জন্য নির্বাচিতও হয়েছেন হ্যারি ব্রুক।

আরও পড়ুন: ODI Rankings-এ বড় লাফ ইশানের, ক্যারিয়ার সেরা তিনে শুভমন, কোহলি-রোহিতদের কী হাল?

গত মাসেই বিতর্কিত ভাবে জাতীয় দলের ওডিআই বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল হ্যারি ব্রুককে। তার পরেই আবার নাটকীয় ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে ফিরে এসেছেন তিনি। এই সিরিজে মোট চারটি ম্যাচ খেলা হবে। প্রসঙ্গত দ্য হান্ড্রেড এবং নিউজজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন হ্যারি ব্রুক। আর তাঁর এই ভালো ফর্মের সুবাদেই ইংল্যান্ডের বিশ্বকাপের দলে ঢুকে পড়তে পারেন ব্রুক, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ইংল্যান্ডের এক দিনের দলের হেড কোচ ম্যাথু মট। উল্লেখ্য দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন ব্রুক।

আরও পড়ুন: সমালোচনার মুখে পড়ে ফের ODI World Cup-এর চার লক্ষ টিকিট ছাড়ছে BCCI, কী ভাবে কোথায় পাবেন টিকিট? জেনে নিন বিস্তারিত

ভালো ফর্মে থাকায় স্বাভাবিক ভাবেই তাঁর দিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। মট জানিয়েছেন, ‘আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই দলটা প্রাথমিক দল। চূড়ান্ত দল নয়। ভারতে ওডিআই বিশ্বকাপের আগে আরও কয়েকটা ম্যাচ খেলব আমরা। ফলে দলে বদল হতেই পারে। এই সময়ের মধ্যে কেউ ভালো খেলে ১৫ জনের দলে নিজের জায়গা করে নিতেই পারে। সেটা ব্রুক হলেও অবাক হওয়ার কিছু।’

মট আরও বলেছেন, ‘এখনও ইংল্যান্ডের বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ রয়েছে। তবে তাঁর জন্য যে সুযোগ পাওয়া যাবে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। পারফরম্যান্স করতে হবে। যেমনটা কাজে লাগিয়েছে ব্রুক। দ্য হান্ড্রেড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলেছে হ্যারি। বিশ্বকাপে ব্রুক খেলতেও পারে। আরও কয়েক দিন দেখে তার পরে চূড়ান্ত দল ঘোষণা করব আমরা।’ উল্লেখ্য ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের দলে বদল করতে পারবে দেশগুলো। সেই সময়ের আগে ক্রিকেটারদের দেখে নিতে চান মট। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন