মায়াঙ্ক যাদবের আগুনে পেসে স্তব্ধ হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের পেসার শুধুমাত্র যে এবারের আইপিএলের দ্রুততম বল (ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার) করলেন, তা নয়। মায়াঙ্ক এমন দু'জন ব্যাটারকে স্রেফ গতিতে নাস্তানাবুদ করে আউট করলেন, যাঁরা সেই গতির দেশ থেকেই আসেন। তাঁদের দেশের খেলোয়াড়রা একটা সময় গতি দিয়ে ভারতীয় ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলতেন। সেই অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে মঙ্গলবার চিন্নস্বামী স্টেডিয়ামে ১৫১ কিলোমিটারের বলে আউট করে দেন মায়াঙ্ক। তাঁর শর্ট বলের গতি সামলাতে না পেরে আউট হয়ে যান ম্যাক্সওয়েল। আর তারপর মায়াঙ্কের গতির কাছে পরাস্ত হন আরও এক অজি। মায়াঙ্কের ১৪৭ কিলোমিটারের বলটা ক্যামেরন গ্রিনের স্টাম্প ভেঙে দেয়। যা দেখে উচ্ছ্বাসে ভেসে যান ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
কীভাবে ম্যাক্সওয়েলকে আউট করেন মায়াঙ্ক?
মঙ্গলবার ৫.৪ ওভারে ম্যাক্সওয়েলকে শর্ট বল করেন মায়াঙ্ক। ম্যাক্সওয়েল ব্যাট ঘুরিয়ে বড় শট মারার চেষ্টা করেন। কিন্তু গতির কাছে মাত খেয়ে যান অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। বলটা তাঁর ব্যাটের উপরের দিকে লাগে। মিড-অন থেকে দৌড়ে এসে সহজ ক্যাচ ধরেন নিকোলাস পুরান। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান ম্যাক্সওয়েল।
কীভাবে গ্রিনকে আউট করেন মায়াঙ্ক?
ম্যাক্সওয়েলের উইকেটটা স্রেফ ‘ট্রেলার’ ছিল। গ্রিনের উইকেটটা তো অসামান্য ছিল। তার আগের বলেই চার মারেন গ্রিন। শর্ট বলের অপেক্ষায় ছিলেন অজি তারকা। কিন্তু একেবারে স্টাম্পে বল রাখেন মায়াঙ্ক। অফস্টাম্পের সামান্য বাইরে বলটা ফেলেন। গতিতে মাত খেয়ে যান গ্রিন। বলটা অফস্টাম্প ভেঙে দিয়ে বাউন্ডারিতে চলে যায়।
আর বলটা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন শাস্ত্রী। তিনি বলতে থাকেন, ‘বোল্ডডডডড! কী দুর্দান্ত বল। স্টাম্পে আছড়ে পড়ার পরে বলটা বাউন্ডারি পার করে দিয়েছে। বয়!! ও বয়!!! এটা অবিশ্বাস্য বোলিং। মারাত্মক গতিতেই সাফল্য এল। আর দুর্ধর্ষ দৃশ্য এটা। ফাস্ট বোলার ছুটে আসছে এবং স্টাম্প ভেঙে দিচ্ছে।’ তাঁর সহ-ধারাভাষ্যকারও উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। মায়াঙ্কের গতি দেখে উদ্ভাসিত হয়ে পড়েন তিনিও।
শুধু তাই নয়, মায়াঙ্কের গতি দেখে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন নেটিজেনরাও। এক নেটিজেন বলেন, 'ম্যাক্সওয়েলকে বাউন্সার দিয়ে আউট করলেন মায়াঙ্ক যাদব। গ্রিনকে বোল্ড করে দিলেন মায়াঙ্ক যাদব। আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ধ্বংস করে দিচ্ছেন অস্ট্রেলিয়ানদের।' এক নেটিজেন আবার মজা করে বলেন, 'মায়াঙ্ক যাদবদের সঙ্গে দেখা করতে ছুটছেন ভারতীয় নির্বাচকরা।'