মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বিদ্রূপের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। একমাত্র যখন ব্যাট করছিলেন এবং চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, তখন হাততালি পড়ছিল। বাকি ম্যাচের প্রায় পুরো সময়েই ওয়াংখেড়ে দর্শকদের থেকে বিদ্রূপ জুটেছে। সেই দর্শকরাই অসংখ্যবার ‘রোহিত, রোহিত’ স্লোগান তুলেছেন। আর তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গেল। ওই ভিডিয়োয় দাবি করা হয়েছে, দর্শকদের শান্ত হতে বলছেন রোহিত। আর অনুরোধ করছেন যে তাঁর উত্তরসূরি হার্দিককে যেন বিদ্রূপ না করা হয়। হাত দেখিয়ে রোহিত দর্শকদের শান্ত হতে বলেন বলেও দাবি করা হয়েছে। যদিও নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে আদৌও ওরকম কোনও ঘটনা ঘটেনি।
সেই দাবি ও পালটা দাবির মধ্যে সোশ্যাল মিডিয়ায় হু হু করে ওই ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে। রাজস্থান যে টানা তিনটি ম্যাচে জিতেছে এবং হার্দিকের মুম্বই যে হারের হ্যাটট্রিক করেছে, সেইসব ছাপিয়ে ওই ভিডিয়ো নিয়েই চলছে যাবতীয় আলোচনা। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে বাউন্ডারি লাইনের কাছে গিয়ে দর্শকদের হাত দেখিয়ে কিছু একটা থামাতে বলছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। সেজন্য দর্শকদের দিকে তাকিয়ে হাতজোড়ও করছেন।
ওই ভিডিয়োর প্রেক্ষিতে নিজেকে রোহিতের ফ্যান হিসেবে দাবি করা এক নেটিজেন বলেন, 'প্রশ্নটা হল যে কেন দর্শকদের হার্দিক পান্ডিয়াকে বিদ্রূপ করতে বারণ করছেন রোহিত শর্মা? হার্দিক ওঁর অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়েছেন, রোহিত কিছু বলেননি। কোনও কিছু নিয়েই এখনও পর্যন্ত রোহিত কোনও মন্তব্য করেননি। তাও রোহিত এই কাজটা করলেন। এইজন্যই বলা হয় যে রোহিত সর্বকালের সেরা খেলোয়াড়।'
একইসুরে এক নেটিজেন বলেন, 'হার্দিক পান্ডিয়াকে যাতে বিদ্রূপ না করা হয়, সেই আর্জি জানাচ্ছেন রোহিত শর্মা। এই কারণেই তাঁকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।' মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফ্যান ক্লাবের তরফেও দাবি করা হয়েছে যে 'দর্শকরা যাতে হার্দিককে বিদ্রূপ না করেন, সেই আর্জি জানিয়েছেন রোহিত শর্মা। এইসব কাজ বন্ধ করা হোক এবার।' সেইসঙ্গে রোহিতের হাতজোড় করে থাকার ছবি পোস্ট করা হয়েছে।
যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। নিজেকে বিরাট কোহলির ফ্যান হিসেবে দাবি করা এক নেটিজেন বলেছেন যে ‘আমি স্টেডিয়ামে ছিলাম। আর নিশ্চিতভাবে বলতে পারি যে ওই সময় হার্দিককে কেউ বিদ্রূপ করছিল। বোলার বল করবেন বলে দর্শকদের শান্ত হতে বলছিলেন রোহিত।’ আরও একাধিক নেটিজেন দাবি করতে থাকেন যে মোটেও দর্শকদের শান্ত হতে বলেননি রোহিত। তাঁদের অবশ্য প্রায় সকলেই নিজেদের বিরাট বা মহেন্দ্র সিং ধোনির ফ্যান হিসেবে দাবি করেছেন।