বাংলা নিউজ > ক্রিকেট > বাইশ গজ নয় ডান্স ফ্লোরে ব্র্যাভোকে চ্যালেঞ্জ জানালেন ধোনি! ভাইরাল দুই তারকার ডান্ডিয়া খেলার ভিডিয়ো

বাইশ গজ নয় ডান্স ফ্লোরে ব্র্যাভোকে চ্যালেঞ্জ জানালেন ধোনি! ভাইরাল দুই তারকার ডান্ডিয়া খেলার ভিডিয়ো

ডোয়েন ব্র্যাভোর সঙ্গে ডান্ডিয়া খেলছেন মহেন্দ্র সিং ধোনি (ছবি-ইনস্টাগ্রাম whistlepoduarmy and cskfansofficial)

ধোনি ও ব্র্যাভো, ক্রিকেটের দুই তারকাকে এক সঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা গিয়েছে। এর কারণ হল ডান্ডিয়া গুজরাটে বেশ বিখ্যাত। ধোনি ও ব্র্য়াভোর ডান্ডিয়া খেলার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

জামনগরে চলছে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহের অনুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের সাক্ষী রয়েছেন দেশ ও বিশ্বের হাজার হাজার সেলিব্রিটি। জামনগরে ফিল্ম তারকা, ক্রিকেটার, ব্যবসায়ী এবং অনেক বড় বড় ব্যাক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিও এই ইভেন্টের অংশ হয়েছেন। তাঁর প্রাক্তন সিএসকে সতীর্থ ডোয়াইন ব্র্যাভোও পৌঁছেছেন জামনগরে অনন্ত আম্বানির প্রাক-বিবাহের অনুষ্ঠানে। এবার এই দুই কিংবদন্তীকে এক সঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা গিয়েছে। এর কারণ হল ডান্ডিয়া গুজরাটে বেশ বিখ্যাত। ধোনি ও ব্র্য়াভোর ডান্ডিয়া খেলার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

আরও পড়ুন… IND vs ENG: কেউ ধোনি হতে পারবেন না- জুরেলের প্রশংসা করার পরেই হঠাৎ কেন এমন বললেন গাভাসকর?

২ মার্চ, এমএস ধোনিকে তার স্ত্রী সাক্ষী এবং দক্ষিণ সুপারস্টার রামচরণের সঙ্গে দেখা গিয়েছিল। পরে তাঁকে ব্র্যাভোর সঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা যায়। CSK-এর ভক্তরা ধোনির এই ভিডিয়োটি শেয়ার করেছে। ক্যাপশনে ভিসালাপোডু আর্মি লিখেছে, ‘থালা ধোনি, সাক্ষী এবং ডিজে ব্র্র্যাভো অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের উৎসবে ডান্ডিয়া খেলছেন!!’ ডোয়াইন ব্র্যাভো মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি মরশুম খেলেছেন এবং যে কেউ মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেন তিনি চিরতরে এমআই পরিবারে যোগ দেন। এই কারণে তিনিও এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।

আরও পড়ুন… কেএল রাহুল শেষ কবে রঞ্জি খেলেছিলেন? শ্রেয়সের পাশে দাঁড়িয়ে BCCI-কে একহাত নিলেন KKR কর্তা

শুধু মহেন্দ্র সিং ধোনিই নয়, সচিন তেন্ডুলকার, রোহিত শর্মা, জাহির খান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ডোয়াইন ব্র্যাভো, টিম ডেভিড, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান সহ দেশ ও বিশ্বের কয়েক ডজন ক্রিকেটার অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে আশীর্বাদ জানাতে উপস্থিত হয়েছিলেন। আগামী ৩ মার্চও চলবে এই আয়োজন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ক্রিকেটারদের বেশিরভাগই এই ইভেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। বিভিন্ন কারণে অনেক ক্রিকেটার উপস্থিত হতে না পারলেও বেশিরভাগ খেলোয়াড়ই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন… WTC 2023-25 Points Table: এক নম্বরে ভারত, অস্ট্রেলিয়া জিততেই শীর্ষস্থানে রোহিত অ্যান্ড কোম্পানি

এদিকে গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের আসরে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। আর এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি চলতি পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ম্যাচ মিস করেন‌। প্রসঙ্গত করাচি কিংসের পরবর্তী পিএসএল ম্যাচ রয়েছে রবিবার। তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স। এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার কারণে ৩ মার্চ কায়রন পোলার্ড এই ম্যাচে খেলতে পারবেন না।

ক্রিকেট খবর

Latest News

শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল বন্যার আশঙ্কা বাড়তেই ১০ জেলায় একঝাঁক শীর্ষ আধিকারিক পাঠাচ্ছে নবান্ন ‘শর্ট বলে আউট হয়! শট সিলেকশনও খারাপ’…অজি সিরিজে শ্রেয়সকে দেখছেন না বোর্ড কর্তা… মিলাদ উন নবির মিছিলে প্যালেস্তাইনের পতাকা, মসজিদে ছোড়া হল পাথর, গ্রেফতার বহু ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রেললাইনে রাখা কাঠের গুঁড়িতে ধাক্কা, বিকল ইঞ্জিন ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা ব্যস্ত রাস্তায় 'মরা' সেজে মশকরা! রিলের নেশায় হাজতবাস যুবকের হারল IPL তারকাখচিত দল, UP Premier League জিতল মীরাট মাভেরিকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.