মধ্যপ্রদেশকে হারিয়ে বিদর্ভ চলতি রঞ্জি ট্রফির ফাইনালে ওঠা মাত্রই ফিরল ৫৩ বছর আগের ইতিহাস। এই নিয়ে দ্বিতীয়বার একই রাজ্যের দু'টি দল রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে। এর আগে এমনটা হয়েছিল ১৯৭১ সালে।
এবছর রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে দেয় বিদর্ভ। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই পরাজিত করে তামিলনাড়ুকে। সুতরাং, রঞ্জির খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামবে মহারাষ্ট্রের ২টি দল মুম্বই ও বিদর্ভ।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৭১ সালের রঞ্জি ফাইনালেও সম্মুখসমরে নামে মহারাষ্ট্রের ২টি দল। সেবার রঞ্জির খেতাবি লড়াইয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামে তৎকালীন বম্বে। সেই মরশুমে সেমিফাইনালে বম্বে হারিয়ে দেয় বাংলাকে। অপর সেমিফাইনালে মহারাষ্ট্র পরাজিত করে তৎকালীন মাইসোরকে। শেষমেশ ফাইনালে মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বম্বে।
সুতরাং, এবার বিদর্ভকে হারিয়ে মুম্বই যদি রঞ্জি চ্যাম্পিয়ন হয়, তবে ফের একবার নিজেদের রাজ্যের দলকে হতাশ করে ট্রফি জিতবে তারা। উল্লেখযোগ্য বিষয় হল, বিদর্ভ আবার এর আগে কখনও রঞ্জি ট্রফির ফাইনালে পরাজিত হয়নি। তারা যতবার ফাইনাল খেলেছে, ততবারই ট্রফি নিয়ে তবেই মাঠ ছাড়ে।
বিদর্ভ ২০১৭-১৮ মরশুমে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে। সেবার তারা খেতাবি লড়াইয়ে পরাজিত করে দিল্লিকে। ঠিক পরের মরশুমে ফের রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বিদর্ভ। ২০১৮-১৯ মরশুমের ফাইনালে তারা পরাজিত করে সৌরাষ্ট্রকে।
রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র ২টি দল ফাইনালে কখনও হার মানেনি। বিদর্ভ ছাড়া এই কৃতিত্ব রয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়ার। ১৯৪৩-৪৪ মরশুমে একবার মাত্র রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে ওয়েস্টার্ন ইন্ডিয়া। সেবার তারা খেতাবি লড়াইয়ে হারিয়ে দেয় বাংলাকে। সুতরাং, ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই বিদর্ভের বিরুদ্ধে ফাইনালের লড়াইয়ে নামার আগে স্বস্তিতে থাকবে না মোটেও।
মুম্বই বনাম তামিলনাড়ু রঞ্জি ট্রফি ২০২৪ সেমিফাইনাল:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে তামিলনাড়ু। তারা প্রথম ইনিংসে ১৪৬ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৭৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তামিলনাড়ু অল-আউট হয়ে যায় ১৬২ রানে। এক ইনিংস ও ৭০ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে মুম্বই।
বিদর্ভ বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফি ২০২৪ সেমিফাইনাল:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা প্রথম ইনিংসে তোলে ১৭০ রান। পালটা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৫২ রান। বিদর্ভ দ্বিতীয় ইনিংসে তোলে ৪০২ রান। শেষ ইনিংসে মধ্যপ্রদেশ অল-আউট হয় ২৫৮ রানে। ৬২ রানে ম্যাচ জেতে বিদর্ভ।