বাংলা নিউজ > ক্রিকেট > ‘শয়তান’ ডেভিড ওয়ার্নারকেই ভালোবাসেন মা- খোলসা করলেন উসমান খোয়াজা

‘শয়তান’ ডেভিড ওয়ার্নারকেই ভালোবাসেন মা- খোলসা করলেন উসমান খোয়াজা

ডেভিড ওয়ার্নারকে জড়িয়ে ধরেন উসমান খোয়াজার মা।

তৃতীয় টেস্টের শেষ ইনিংসে অর্ধশতরান করে অজিদের টেস্ট জয় সুনিশ্চিত করেন ওয়ার্নার। আর তার পরেই ওয়ার্নারের বিষয়ে এক অজানা কাহিনী শুনিয়েছেন টেস্টে তাঁর সতীর্থ উসমান খোয়াজা। তিনি জানিয়েছেন, তাঁর মা ডেভিড ওয়ার্নারকে 'শয়তান' বলেন। পাশাপাশি তাঁর মা যে 'শয়তানকে'ই খুব ভালোবাসেন তাও স্পষ্ট করেছেন তিনি।

শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে পাকিস্তানকে কার্যত টেস্ট সিরিজে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দল। তিন ম‌্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই জিতেছে অজিরা। হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তান দলকে। সিরিজ শুরুর আগেই অজি দলের বাঁহাতি ওপেনার ব্যাটার ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন, তিনি এই সিরিজ খেলেই অবসর নেবেন। আর শনিবার অর্থাৎ ৬ ডিসেম্বর সিডনি টেস্টের চতুর্থ দিনেই এল সেই মাহেন্দ্রক্ষণ। অর্ধশতরান করে অজিদের টেস্ট জয় সুনিশ্চিত করলেন তিনি। আর তার পরেই ওয়ার্নারের বিষয়ে এক অজানা কাহিনী শুনিয়েছেন টেস্টে তাঁর সতীর্থ উসমান খোয়াজা। তিনি জানিয়েছেন, তাঁর মা ডেভিড ওয়ার্নারকে 'শয়তান' বলেন। পাশাপাশি তাঁর মা যে 'শয়তানকে'ই খুব ভালোবাসেন তাও স্পষ্ট করেছেন তিনি।

প্রসঙ্গত এদিন ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাঁকে নিয়ে খোয়াজা স্মৃতিরোমন্থন করার সময়েই এই কথাগুলো বলেছেন। খোয়াজা বলেন, ‘আমার মা-কে জড়িয়ে ধরেছিল ওয়ার্নার। আমাকে যতদিন ধরে চেনে ওয়ার্নার, আমার মাকেও ঠিক ততদিন ধরেই ও চেনে এবং জানে। আমার মা ওকে শয়তান বলে ডাকে। তবে মা বলে ওই শয়তানকেই (ওয়ার্নার) খুব ভালোবাসে। মা এটা বলত, আমার ছেলে (খোয়াজা) শয়তান নয়। এটা জেনে আমার ভালো লাগত।’ একাধিক পুরনো স্মৃতি এভাবেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভেসে উঠেছে খোয়াজার স্মৃতিতে।

আরও পড়ুন: বয়স ভাঁড়িয়ে বিপাকে ওড়িশার তারকা ক্রিকেটার, বরোদার বিরুদ্ধে রঞ্জির ম্যাচ খেলতে নামার আগেই দু' বছরের জন্য হলেন নির্বাসিত

শনিবার এসসিজির স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন খোয়াজার মা। এদিন অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। ওয়ার্নারের এক একটি শটকে সমর্থন জানিয়েছেন স্ট্যান্ড থেকে। ক্রিকেট ক্যারিয়ারে বিতর্কের সময়েও ওয়ার্নারের পাশে এসে দাঁড়িয়েছেন খোয়াজা, তাঁর পরিবার এবং খোয়াজার মা। এদিন খোয়াজার মা ও ওয়ার্নারের একে অপরকে আবেগঘন আলিঙ্গনের একটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে নীরবে নিভৃতে যেন এক মা তার ছেলেকে অভয় দিয়েছেন, দিয়েছেন পাশে থাকার আশ্বাস।

আরও পড়ুন: টেস্টে শেষ বার হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়লেন ওয়ার্নার- আবেগের রঙিন ক্যানভাসে বন্দি হল সেই মুহূর্ত- ভিডিয়ো

খোয়াজা আরও বলেন, ‘ওয়ার্নার একজন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান। ও ওর পরিবারকে খুব ভালোবাসে। পরিবারের প্রতি ও খুব যত্নশীল। তিন সন্তান এবং স্ত্রী ক্যান্ডিসের প্রতি ওর ভালোবাসা অগাধ। ওর পার্সোনালিটি অসাধারণ। ম্যাচের বিষয়ে ওর ধ্যান ধারণা খুব ভালো। ম্যাচের পরিস্থিতি ও ভালো বিশ্লেষণ করতে পারে।’ উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই অসাধারণ শতরান করেছিলেন তিনি। আর তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। এদিন ম্যাচ শেষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডেভিড ওয়ার্নার যখন সাজঘরে ফিরলেন সেই সময়ে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে। অভিবাদন জানিয়েছেন খোয়াজার মাও।

বিদায়ী টেস্ট ম্যাচে ওয়ার্নারকে ঘিরে তৈরি হয়েছিল যেন এক আবেগঘন মুহূর্তের। ধরা পড়েছে একাধিক আবেগপ্রবণ ছবি। তাঁকে গার্ড অফ অনার দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। নিজের হেলমেট-গ্লাভস তিনি তুলে দিয়েছেন এক খুদে ভক্তকে।

ক্রিকেট খবর

Latest News

বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.