একসময় পারফর্ম্যান্সের ভিত্তিতে পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল বলা হতো। কবে কেমন খেলবে তারা, কোনও নিশ্চয়তা ছিল না। পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে এখনও প্রশ্ন ওঠে মাঝে মাঝে। তবে বর্তমানে আফগানিস্তানের মতো অনিশ্চিত দল আর একটিও খুঁজে পাওয়া মুশকিল। আফগান দল এক ম্যাচে মুখ থুবড়ে পড়ে তো ঠিক পরের ম্যাচেই দুর্দান্ত পারফর্ম্যান্সে প্রতিপক্ষ দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ফলাফল নিজেদের অনুকূল যাক না যাক, খারাপ পারফর্ম্যান্সের ঠিক পরেই দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়ায় আফগানিস্তানের জুড়ি নেই।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানের বোলাররা দারুণ পারফর্ম্যান্স মেলে ধরেন। পাকিস্তানের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে তাঁরা মাত্র ২০১ রানে গুটিয়ে দেন। তবে সেই ম্যাচে আফগানিস্তানের ব্যাটসম্যানরা চূড়ান্ত খারাপ খেলেন। মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে বিরাট ব্যবধানে ম্যাচ হারে আফগানিস্তান।
এবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ঘুরে দাঁড়ায় আফগানিস্তানের ব্যাটিং ইউনিট। শুরুতে ব্যাট করে তারা পাকিস্তানের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। প্রথম ম্যাচে ১৮ রান করে আউট হওয়া রহমানউল্লাহ গুরবাজ দ্বিতীয় ম্যাচে একাই টপকান দেড়শো রানের গণ্ডি। ওয়ান ডে তথা আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে আফগান ওপেনার দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন।
কেকেআরের হয়ে আইপিএল খেলা গুরবাজ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১২২ বলে। সাহায্য নেন ৭টি চার ও ৩টি ছক্কার। শেষমেশ ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫১ বলে ১৫১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মাঠ ছাড়েন গুরবাজ।
রহমানউল্লাহকে যথাযথ সঙ্গত করেন অপর ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম। গত ম্যাচে ২০ ওভারের মধ্যেই বান্ডিল হওয়া আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০০ রানের বড় ইনিংস গড়ে তোলে।
মহম্মদ নবি ২৯, রশিদ খান ২, শাহিদউল্লাহ ১, হাশমতউল্লাহ শাহিদি অপরাজিত ১৫ ও আবদুল রহমান অপরাজিত ৪ রান করেন। শাহিন আফ্রিদি ২টি, নাসিম শাহ ১টি ও উসামা মীর ১টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে