মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরানো হয়েছে। তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়াকে নেতা ঘোষণা করা হয়েছে। এবার মুম্বই তাদের অন্য দুই ফ্র্যাঞ্চাইজি দলেরও অধিনায়ক বদলে ফেলল। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউন এবং আবুধাবি টি-টোয়েন্টি লিগে মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটসের অধিনায়কও বদল করেছে তারা।
গত বছর এমআই কেপটাউনের অধিনায়ক ছিলেন রশিদ খান। কিন্তু তিনি পুরোপুরি চোট সারিয়ে উঠতে পারেননি। পিঠের অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন। যে কারণে এসএ-টোয়েন্টির আসন্ন মরশুম থেকে ছিটকে গিয়েছেন রশিদ। তবে তারকা এই লেগস্পিনারকে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তানের স্কোয়াডে নাম রাখা হয়েছে। তবে তাদের ক্রিকেট বোর্ডের (এসিবি) এক বিবৃতি অনুসারে, রশিদের খেলার কোনও সম্ভাবনা নেই। রশিদ অতি সম্প্রতি আফগানিস্তান সংযুক্ত আরব আমিরশাহিতে যে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেটি মিস করেছেন। এবং বিগ ব্যাশ লিগেও (বিবিএল) খেলতে পারেননি।
আরও পড়ুন: T20 World Cup-এ রোহিতেরই অধিনায়কত্ব করা উচিত, দলে রাখতে হবে কোহলিকে- স্পষ্ট দাবি সৌরভের
চোটগ্রস্ত রশিদের পরিবর্তে তাই এমআই কেপটাউনের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কায়রন পোলার্ডকে। এবারই এসএ-টোয়েন্টিতে পোলার্ডের অভিষেক হবে। পোলার্ডকেও এমআই এমিরেটস ২০২৪ সালে আইএলটি২০-এর জন্য ধরে রেখেছিল। কিন্তু এসএ২০-এর সঙ্গে সূচির সংঘর্ষের কারণে পোলার্ডের পরিবর্তে আবার এমআই এমিরেটসের অধিনায়ক হয়েছেন নিকোলাস পুরাণ। সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি২০-এর শেষ লেগের জন্য পোলার্ড এমআই এমিরেটসে যোগ দেবেন কিনা, তা অবশ্য দেখার! প্রসঙ্গত, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ বার ট্রফি জিতেছেন পোলার্ড। এখন তিনি এই দলের ব্যাটিং পরামর্শদাতা। কিন্তু অন্য লিগে মুম্বইয়ের হয়ে খেলেন পোলার্ড।
পোলার্ড সম্প্রতি আবুধাবি টি-১০ লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। এই টুর্নামেন্টে তাঁর দল ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ফাইনালে হেরেছে। পুরান, যিনি ত্রিনবাগো নাইট রাইডার্সে পোলার্ডের সঙ্গেই খেলেন, তিনি এখন ফ্রি এজেন্ট হওয়ার জন্য ডিসেম্বর ২০২৩ সালে তাঁর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। পুরানকে ২০২৩ সালের সেপ্টেম্বরে ডারবানের সুপার জায়ান্টস ওয়াইল্ডকার্ড বাছাই হিসেবে উন্মোচন করা হয়েছিল এবং আইএলটি২০-এর দ্বিতীয় সিজনে এমআই এমিরেটসে নাম লেখানোর আগে এসএ-টোয়েন্টিতে তে তিনটি ম্যাচ খেলতে পারে।
এসএ-টোয়েন্টি ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এদিকে আইএলটি-২০ আবার ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই দু'টি লিগ নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গেও ধাক্কা খাবে।