বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs UP Ranji Trophy Highlights: ব্যাট হাতে ৩ পেসারের মহামূল্যবান ৭৫ রান! রঞ্জিতে UP-র বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা

BENG vs UP Ranji Trophy Highlights: ব্যাট হাতে ৩ পেসারের মহামূল্যবান ৭৫ রান! রঞ্জিতে UP-র বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা

বাংলার তিন পেসার দুরন্ত খেললেন ব্যাট হাতে। (ছবি সৌজন্যে @BCCIDomestic)

BENG vs UP Ranji Trophy Day 2 Highlights: উত্তরপ্রদেশের ৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮৮ রান তুলল বাংলা। জবাবে দিনের শেষে উত্তরপ্রদেশের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। ৮২ রানে এগিয়ে আছে বাংলা।

রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে যেটা দরকার ছিল, ঠিক সেটাই করল বাংলা। আর সেই কাজটা করেছেন বাংলার তিন পেসার। যাঁরা ব্যাট হাতে শেষ তিন উইকেটে ৭৫ রান যোগ করেন। আর সেটার সুবাদে প্রথম ইনিংসে ১২৮ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা। তবে বোলিং করতে নেমে উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পায়নি ইশান পোড়েলরা। দ্বিতীয় দিনের শেষে ৮২ রানে এগিয়ে আছে বাংলা। রবিবার সকালে উত্তরপ্রদেশকে যদি ধাক্কা দিতে পারে বাংলা, তাহলে সরাসরি জিতে যেতে পারে। 

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের দ্বিতীয় দিনের আপডেট

— আলোর অভাবে প্রাথমিকভাবে বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা। শেষপর্যন্ত স্টাম্প হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের স্কোর ১৮ ওভারে বিনা উইকেটে ৪৬ রান। আপাতত ৮২ রানে পিছিয়ে আছে। ২১ রানে খেলছেন সম্রাট সিং। ২০ রানে অপরাজিত আরিয়ান জুয়েল। দ্বিতীয় ইনিংসে চার বোলারকে ব্যবহার করেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি - ইশন পোড়েল (ছয় ওভারে ১৩ রান), সুরজ সিন্ধু জয়সওয়াল (পাঁচ ওভারে তিন রান), মহম্মদ কাইফ (ছয় ওভারে ২২ রান) এবং প্রদীপ্ত প্রামাণিক (এক ওভারে তিন রান)।

— ১২৮ রানের লিডের বোঝা নিয়ে খেলতে নেমে ভালো শুরু উত্তরপ্রদেশের। ১০ ওভারে উত্তরপ্রদেশের স্কোর বিনা উইকেটে ২৮ রান। সম্রাট সিং ৩১ বলে ১৭ রানে খেলছেন। আরিয়ান জুয়েল খেলছেন সাত রানে।

— বল করতে নামল বাংলা। বল শুরু করেলেন ইশান পোড়েল। ১২৮ রানে পিছিয়ে আছে উত্তরপ্রদেশ। ক্রিজে আছেন আরিয়ান জুয়েল এবং সম্রাট সিং।

— বাংলার তিন পেসার (মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ইশান পোড়েল) যা করেছেন, তা উত্তরপ্রদেশের থেকেও বেশি। বাংলার তিন পেসার মিলে ৭৫ রান করেছেন। আর সেখানে উত্তরপ্রদেশ ৬০ রানে অল-আউট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কাইফ এবং সুরজের মিলিত স্কোরও উত্তরপ্রদেশের থেকে বেশি। তাঁদের মিলিত স্কোর ৬৫। কাইফ অপরাজিত ৪৫ রান করেন। জয়সওয়াল করেন ২০ রান। ইশানের অবদান ১০।

— অল-আউট হয়ে গেল বাংলা। প্রথম ইনিংসে ১৮৮ রান তুলল। অর্থাৎ প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পেল। আর সেটার একটা বড় কৃতিত্ব পাওয়া উচিত বাংলার তিন পেসারের। তাঁরা শেষ তিন উইকেটে মোট ৭৮ রান যোগ করলেন। যা উত্তরপ্রদেশের মোট রানের থেকেও বেশি।

— কানপুরে দুরন্ত ছন্দে আছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বল হাতে বাংলার হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পরে দলের হয়ে সর্বাধিক রানও করে ফেললেন। আপাতত ৪৫ রানে খেলছেন। শুধু তাই নয়, আপাতত ম্যাচের সর্বোচ্চ স্কোরারও তিনি। ৫৮ ওভারে বাংলার স্কোর নয় উইকেটে ১৮৮। লিড ১২৮ রানের। উত্তরপ্রদেশের হয়ে আটটি উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। ২২ ওভারে ৪১ রান দেন তিনি।

আরও পড়ুন: Ranji Trophy 2024: ৪১ রানে ৮ উইকেট- ৬ বছর পরে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ফিরেই রেকর্ড গড়লেন ভুবনেশ্বর!

দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। অষ্টম উইকেট পেলেন। অবশেষে নবম উইকেটে বাংলার জুটি ভাঙল উত্তরপ্রদেশ। একদম ‘টপ অফ অফস্টাম্প’-এ বোল্ড হলেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৫৭ বলে ২০ রান করেন তিনি। ৫০.১ ওভারে বাংলার স্কোর নয় উইকেটে ১৬২ রান। বাংলার লিড ১০২ রানের। ২৯ রানে খেলছেন মহম্মদ কাইফ। জয়সওয়াল এবং কাইফের জুটিতে ১০৬ বলে ৫২ রান উঠেছে। যা ম্যাচের সর্বোচ্চ জুটি।

— ছক্কা মেরে বাংলার লিড ১০০ রান করে দিলেন মহম্মদ কাইফ। স্পিনারের বলে ছক্কা হাঁকান। তাঁদের জুটিও ৫০ রান পেরিয়ে গেল। নবম উইকেটে ১০২ বলে ৫২ রান করেছেন বাংলার দুই বোলার।

— নবম উইকেটে ম্যাচের সর্বোচ্চ জুটি হল। নবম উইকেটে আপাতত সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মহম্মদ কাইফ ৮৭ বলে ৪১ রান যোগ করেছেন। য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ৪৭ ওভারে বাংলার স্কোর আট উইকেটে ১৫১ রান। প্রথম ইনিংসে বাংলা ৯১ রানে এগিয়ে আছে।

— উত্তরপ্রদেশ যা রান করেছিল, তার বেশি লিড হয়ে গেল বাংলার। ৩৬ ওভারে বাংলার স্কোর আট উইকেটে ১২৭ রান। গুরুত্বপূর্ণ নয় রান করেছেন মহম্মদ কাইফ। আর ১০ রানে খেলছেন সুরজ সিন্ধু জয়সওয়াল।

— আট উইকেট পড়ল বাংলার। ৩২.৩ ওভারে বাংলার স্কোর উইকেট ১১০ রান। বাংলার লিড ৫০ রান। সপ্তম উইকেট ভুবনেশ্বর কুমারের। এলবিডব্লুউ হয়ে গেলেন প্রদীপ্ত প্রামাণিক। পরিষ্কার এলবিডব্লুউ ছিল।

— এবার আউট শ্রেয়াংশ ঘোষ। ৯৫ বলে ৪১ রান করেন বাংলার ওপেনার। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস। আপাতত পুরো ম্যাচের সর্বোচ্চ স্কোরার। তাঁকে আউট করলেন ভুবনেশ্বর কুমার। ভুবির ষষ্ঠ উইকেট। তবে একেবারেই খুশি হননি শ্রেয়াংশ। তাঁর অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যে ব্যাটে লাগেনি বল। ৩০.৪ ওভারে বাংলার স্কোর সাত উইকেটে ১০৩ রান। বাংলার লিড ৪৩ রানের। অর্থাৎ দ্বিতীয় দিনে ১৫ বলে দুই উইকেট হারাল বাংলা।

— দ্বিতীয় দ্বাদশ বলেই উইকেট হারাল বাংলা। আউট হয়ে গেলেন করণ লাল। দুর্ধর্ষ ক্যাচ নিলেন সমীর রিজভি। যে প্রতিভাকে এবার আইপিএলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ৩০ ওভারে বাংলার স্কোর ছয় উইকেটে ১০১ রান। আউট করেছেন যশ দয়াল। বলটা আহামরি ছিল না। তাঁর ভাগ্য ভালো যে উইকেট পেয়েছেন। ২১ বলে ১২ রান করেন করণ।

— অবশেষে শুরু হল দ্বিতীয় দিনের খেলা। ১০০ রানের গণ্ডিও পেরিয়ে গেল বাংলা। বাংলার স্কোর ২৯.৫ ওভারে ১০১ রানে পাঁচ উইকেট। অর্থাৎ বাংলার লিড ৪১ রান। ক্রিজে আছেন শ্রেয়াংশ ঘোষ (৯১ বলে ৩৯ রান)। আর ক্রিজে আছেন করণ লাল (২০ বলে ১২ রান)।

— তিন ঘণ্টা হতে চলল। কিন্তু কম আলোর কারণে এখনও শুরু হল না রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। নির্ধারিত সূচি মেনে খেলা এগোলে এতক্ষণে লাঞ্চও হত। অর্থাৎ একটি সেশনের খেলা যে নষ্ট হয়ে গিয়েছে, তা স্পষ্ট।

— খারাপ আবহাওয়া। তার জেরে এখনও শুরু হল না রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনও আবহাওয়ার কারণে অনেকটা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানা হয়েছে, আলো কম থাকায় ম্যাচ দেরিতে শুরু হচ্ছে।

— বাংলার কোন ব্যাটার কত রান করেছেন? ৩১ বলে ১৩ রান করেন সৌরভ পাল। দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারের ফাঁদে পা দিয়ে আউট হয়ে যান সুদীপকুমার ঘরামি। কোনও রান করতে পারেননি। ১৩ বলে ১২ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১৩ বলে তিন রান করেন মনোজ তিওয়ারি। নয় বলে ১২ রান করেন অভিষেক পোড়েল।

— দ্বিতীয় দিনে শুরুতে বাংলার স্কোর ২৮ ওভারে ৯৫ রানে পাঁচ উইকেট। ক্রিজে আছেন শ্রেয়াংশ ঘোষ (৮৭ বলে ৩৭ রান) এবং করণ লাল (১৩ বলে অপরাজিত আট রান)।

আরও পড়ুন: Ranji Trophy: 'তোকে খেলাব না', ‘অবিচার’ KKR কোচের, নাইটকে পাশে পেয়ে ফিনিক্স পাখির উত্থান দিল্লিকে দুমড়ে দেওয়া গৌরবের

— কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হতে চলেছে বাংলা বনাম উত্তরপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। সবুজ পিচে প্রথম ইনিংসে ৩৫ রানে এগিয়ে আছে বাংলা। যে লিডটা কমপক্ষে ১০০ রানে নিয়ে যেতে চাইবে বাংলা। কারণ প্রথম দিনের খেলা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই পিচে প্রথম ইনিংসের লিডের সুবাদে তিন পয়েন্ট পাওয়ার কোনও বিষয় থাকবে না। ম্যাচের ফয়সালা হবে। ফলে বাংলা চাইবে যে প্রথম ইনিংসে যতটা বেশি সম্ভব রান বাড়ানো যায়। যাতে লিড বেড়ে যায়।

— রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল হয়েছে উত্তরপ্রদেশ। তবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের সবুজ পিচে বাংলা যে এখনও সুবিধাজনক অবস্থায় আছে, সেটা বলা যাবে না। সেটা বোঝা যাবে আজ। দ্বিতীয় দিনে বাংলা নিজেদের লিডটা ১০০ রানের গণ্ডি পার করিয়ে দিতে মরিয়া। কাজটা অবশ্য সোজা হবে না। কারণ সামলাতে হবে ভুবনেশ্বর কুমারকে। যিনি বাংলার ইনিংসের পাঁচটি উইকেটই নিয়ে ফেলেছেন। বাংলা কি ভুবিকে সামলে ১০০ রানের বেশি লিড নিতে পারবে, সেটার টাটকা আপডেট জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় নজর রাখুন।

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের প্রথম দিন - হাইলাইটস

শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। আর উত্তরপ্রদেশকে ২১ ওভারও ব্যাটিং করতে দেননি মহম্মদ কাইফ, ইশান পোড়েলরা। ২০.৫ ওভারে ৬০ রানে অল-আউট হয়ে যায় উত্তরপ্রদেশ। ৫.৫ ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নেন মহম্মদ কাইফ। তিনটি উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। যিনি আকাশদীপের অনুপস্থিতিতে দলে ঢুকেছেন। আট ওভার বল করেন। ২০ রান খরচ করেন। মেডেন দেন চারটি। 

আরও পড়ুন: Ranji Trophy: রাতে জোমাটোতে ডিউটি করে সকালে ক্রিকেট, মোটেই সহজ ছিল না এই ইঞ্জিনিয়ারের লড়াই

অন্যদিকে, সাত ওভারে ২৪ রান দিয়ে দু'উইকেট নেন ইশান। আর উত্তরপ্রদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন সম্রাট সিং। ১১ রান করেন আরিয়ান জুয়েল এবং নীতীশ রানা। যে নীতীশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলেন। সবমিলিয়ে উত্তরপ্রদেশের তিন ব্যাটার দু'অঙ্কের স্কোর টপকাতে পারেন।

কঠিন পিচে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৯৫ রান। অর্থাৎ প্রথম দিনের শেষে বাংলার লিড ৩৫ রানের। ৮৭ বলে ৩৭ রানে অপরাজিত থেকে প্রথম দিনের শেষে ড্রেসিংরুমে ফেলেন ওপেনার শ্রেয়াংশ ঘোষ। অপরদিকে কোনও বিপদ হতে দেননি করণ লাল (১৩ বলে আট রানে অপরাজিত)। উত্তরপ্রদেশের হয়ে পাঁচটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। ১৩ ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন তারকা পেসার।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.