বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা

BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা

রঞ্জি ট্রফিতে প্রথম দিনের শেষে ভালো জায়গায় বাংলায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। ১২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৯৬ রান করেন সৌরভ পাল। যিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলছেন।

দুর্দান্ত শতরান অনুষ্টুপ মজুমদারের, অভিষেকেই ৯৬ রানের নজরকাড়া ইনিংস সৌরভ পালের - সেই দু'জনের সৌজন্যে রঞ্জি ট্রফির শুরুটা ভালো হল বাংলার। ভাইজাগে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চার উইকেটে ২৮৯ রান তুললেন মনোজ তিওয়ারিরা। যিনি দ্বিতীয় দিনে বাংলাকে কমপক্ষে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দিতে যান। তবে দুর্দান্ত শতরান সত্ত্বেও হতাশ হবেন অনুষ্টুপ। কারণ তিনি যেভাবে খেলছিলেন, তাতে একটা বড় শতরান হাতছাড়া করলেন। অন্যদিকে, মাত্র চার রানের জন্য রঞ্জি ট্রফির অভিষেকেই শতরান করতে পারলেন না সৌরভ।

বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড

বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের আপডেট

— শেষ প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। প্রথম দিন ৮৬ ওভার খেলা হয়েছে। সৌরভ পাল করেছেন ৯৬ রান। অনুষ্টুপ মজুমদার ১২৫ রান করেছেন। তাঁদের জুটিতে ওঠে ১৮৯ রান। আপাতত ক্রিজে আছেন মনোজ তিওয়ারি (১৫ রান) এবং মহম্মদ কাইফ (শূন্য রান)। অন্ধ্রপ্রদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন এ ললিত মোহন। একটি করে উইকেট পেয়েছেন শোয়েব মহম্মদ খান এবং কে নীতীশ কুমার রেড্ডি।

— আউট হয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার। ১৩৯ বলে ১২৫ রান করেন বাংলার তারকা ব্যাটার। ১৫টি চার মারেন। দুটি ছক্কা হাঁকান। ৮৪.৩ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান।

— বাংলার একটা দুর্দান্ত জুটি ভেঙে গেল। তৃতীয় উইকেটে ১৮৯ রান যোগ করেন অনুষ্টুপ মজুমদার এবং সৌরভ পাল। তাঁদের সৌজন্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজন অবস্থায় রয়েছে বাংলা। ক্রিজে এসেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

— মাত্র চার রানের জন্য সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করতে পারলেন না সৌরভ পাল। রঞ্জি ট্রফির অভিষেকের শতরান হাঁকিয়ে সচিনের রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল বাংলার উইকেটকিপারের সামনে। কিন্তু ৯৬ রানে আউট হয়ে গেলেন। ২৩২ বলে ৯৬ রানের জমাট ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১০টি চার। তৃতীয় উইকেট পড়ল বাংলার। ৭১.১ ওভারে বাংলার স্কোর তিন উইকেটে ২৫১ রান।

— চাপে বাংলা, আর অনুষ্টুপ মজুমদার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন না - সেটা কখনও হয় নাকি? শুক্রবার আবারও মিলল সেই উত্তর। প্রয়োজনের সময় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন অনুষ্টুপ। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১৪ তম শতরান। মাত্র ১১২ বলে শতরান পূরণ করেন তিনি। অর্থাৎ শতরান দিয়ে রঞ্জি অভিযান শুরু করলেন।

— ৬২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বাংলার ইনিংসকে ২০০ রানের কাছে নিয়ে গিয়েছেন সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। দু'জনেই শতরানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

— জমাট লাগছে বাংলার দুই ব্যাটার সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। তৃতীয় উইকেটে তাঁরা ইতিমধ্যে ১৩৬ রান উঠে গিয়েছে। ৫৯ ওভারে বাংলার স্কোর দুই উইকেটে ১৯৮ রান। ৯০ বলে ৭৪ রানে খেলছেন অনুষ্টুপ। ১৮৪ বলে ৭৮ রানে খেলছেন সৌরভ। চা পানের বিরতিও হয়ে গেল।

— লাঞ্চের মধ্যেই আউট হয়ে যান বাংলার ওপেনার শ্রেয়াংশ ঘোষ এবং সুদীপকুমার ঘরামি। শ্রেয়াংশ করেছেন ১১ রান। সুদীপ ১৮ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ৩৩ ওভারে দুই উইকেটে ৮১ রান। ক্রিজে আছেন সৌরভ পাল (২৮ রান) এবং অনুষ্টুপ মজুমদার (১৮ রান)।

— আজ থেকে শুরু হল রঞ্জি ট্রফি। প্রথমদিনেই মাঠে নেমেছে বাংলা, সৌরাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো দল। হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু করেছেন মনোজ তিওয়ারিরা। ভাইজাগের ওয়াই এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলা।

রঞ্জি ট্রফিতে বাংলার দল

কেরিয়ারের শেষ রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করছেন মনোজই। দলে সুযোগ পেয়েছেন একঝাঁক নয়া মুখ। রঞ্জি ট্রফিতে ১৮ জনের দলে কারা কারা আছেন (প্রথম দুটি ম্যাচের জন্য), তা দেখে নিন এখানে - মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সৌরভ পাল (উইকেটকিপার), শ্রেয়াংশ ঘোষ, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশদীপ, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সুরজ সিন্ধু এবং সুমন দাস।

আজ রঞ্জি ট্রফিতে আর কোন কোন ম্যাচ হচ্ছে? 

১) মহারাষ্ট্র বনাম মণিপুর। 

২) বিদর্ভ বনাম সার্ভিসেস। 

৩) সৌরাষ্ট্র বনাম ঝাড়খণ্ড। 

৪) কেরল বনাম উত্তরপ্রদেশ। 

৫) কর্ণাটক বনাম পঞ্জাব। 

৬) গুজরাট বনাম তামিলনাড়ু। 

৭) উত্তরাখণ্ড বনাম মধ্যপ্রদেশ। 

৮) বরোদা বনাম ওড়িশা। 

৯) দিল্লি বনাম পুদুচেরি। 

১০) অরুণাচল প্রদেশ বনাম মেঘালয়। 

১১) মিজোরাম বনাম সিকিম। 

১২) ছত্তিশগড় বনাম অসম। 

১৩) বিহার বনাম মুম্বই। 

১৪) ত্রিপুরা বনাম গোয়া। 

১৫) নাগাল্যান্ড বনাম হায়দরাবাদ।

আরও পড়ুন: প্র্য়াক্টিসের ভিডিয়োর সঙ্গে রাহানের ৩টি শব্দের ক্যাপশন ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, তবে কি…?

রঞ্জি ট্রফির গ্রুপবিন্যাস 

১) এলিট গ্রুপ 'এ': সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, বিদর্ভ,  সার্ভিসেস এবং মণিপুর। 

২) এলিট গ্রুপ 'বি': বাংলা, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, অসম, বিহার, উত্তরপ্রদেশ।

৩) এলিট গ্রুপ 'সি': কর্ণাটক, পঞ্জাব, রেলওয়েজ, তামিলনাড়ু, গোয়া, গুজরাট, ত্রিপুরা, চণ্ডীগড়। 

৪) এলিট গ্রুপ 'ডি': মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর। 

৫) প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দরাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ।

আরও পড়ুন: Rohit furious with Indian pitch critics: ভারতীয় পিচ নিয়ে একদম মুখ বন্ধ রাখুন! এখানে কী হল? রেগে ফায়ার রোহিত, তোপ ICC-কেও

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

মোদী-রাহুলের বিধিভঙ্গ নিয়ে নোটিশের জবাব কং-BJP’র, খতিয়ে দেখে ব্যবস্থা নেবে EC এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন,হরিদ্বার থেকে অযোধ্য়া সব দেখুন এক যাত্রায়,খরচ কত? আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১৫ মে’র রাশিফল শাড়িতে লক্ষ্মীর ভাণ্ডারের লোগো, বদলাতে বলল পুলিশ, বচসায় জড়ালেন TMC নেতা একই রোগীর শরীরে মৃতের দুটি অঙ্গ প্রতিস্থাপন, নজির গড়তে চলেছে এসএসকেএম CBI, ED অফিসার সেজে পার্সেলের নামে ভয় দেখিয়ে সাইবার প্রতারণা! সতর্কবার্তা MHAর Kurkure কিনে দেননি স্বামী, ডিভোর্স দেবেন স্ত্রী! কাউন্সেলিংয়ের পরামর্শ পুলিশের IPL 2024 ফাইনালের পরেই চিপকে টেস্ট খেলতে নামবে ভারত, দেখুন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জরায়ুর সমস্যায় কাহিল শমিতা, বোনকে নিয়ে হাসপাতালে ছুটলেন শিল্পা, কেমন আছেন এখন 'মমতা বন্দ্যোপাধ্যায় মা কালী', 'রামকৃষ্ণ' হয়ে থাকতে চান দেবাংশু,খোঁচা শুভেন্দুকে

Latest IPL News

আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট IPL থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের ডিনারে ডেকে রাহুলকে উষ্ণ আলিঙ্গন গোয়েঙ্কার, তাহলে কি মিটল LSG বিতর্ক? IPL- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে IPL 2024: ধোনি কি চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন? রায়না দিলেন বড় ইঙ্গিত বল চুরি করে পালাতে গিয়েই কলকাতা পুলিশের হাতে ধরা পড়লেন KKR ভক্ত! কী হল তারপর? হার্দিকের অভাব নাকি অন্য কিছু, কী জন্য IPL 2024-এ ব্যর্থ GT? কারণ জানালেন শামি জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো ভাগ্যের ফের! IPL ইতিহাসে একটি বল না খেলেই বাতিল ম্যাচের সিংহভাগে ‘খেলেছে’ KKR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.