রবিবার থেকেই চলতি রঞ্জি ট্রফির খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে মুম্বই ও বিদর্ভ। টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে সফল দল মুম্বইয়ের চোখ নিজেদের ৪২তম খেতাবের দিকে। অন্যদিকে বিদর্ভ পাখির চোখ করছে নিজেদের তৃতীয় ট্রফি জয়কে। মুম্বই ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন হলেও ফাইনালে তারা দুশ্চিন্তায় এবারের রঞ্জিতে বিদর্ভের ধারাবাহিকতার দিকে তাকিয়ে।
তাছাড়া আরও একটি পরিসংখ্যান নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না অজিঙ্কা রাহানেদের। বিদর্ভ কখনও রঞ্জি ফাইনালে হারেনি। তারা এখনও পর্যন্ত ২টি মরশুমে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে। দু'বারই ট্রফি নিয়ে মাঠ ছাড়ে বিদর্ভ। সুতরাং, খেতাবি লড়াইয়ে যে জোর টক্কর চলবে, এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। আপাতত দেখে নেওয়া যাক কোন পথে এবারের রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে দু'দল।
কোন পথে রঞ্জি ট্রফি ২০২৪-এর ফাইনালে মুম্বই:-
১. লিগের প্রথম ম্যাচে বিহারকে এক ইনিংস ও ৫১ রানে হারিয়ে দেয়।
২. লিগের দ্বিতীয় ম্যাচে অন্ধ্রপ্রদেশকে ১০ উইকেটে পরাজিত করে।
৩. লিগের তৃতীয় ম্যাচে কেরলকে ২৩২ রানে হারিয়ে দেয়।
৪. লিগের চতুর্থ ম্যাচে উত্তরপ্রদেশের কাছে ২ উইকেটে হেরে যায়।
৫. লিগের পঞ্চম ম্যাচে বাংলাকে এক ইনিংস ও ৪ রানে হারিয়ে দেয়।
৬. ছত্তিশগড়ের সঙ্গে লিগের ষষ্ঠ ম্যাচ ড্র হয়। মুম্বই প্রথম ইনিংসে লিড নেয়।
৭. লিগের শেষ ম্যাচে অসমকে এক ইনিংস ও ৮০ রানে হারিয়ে দেয়।
৮. বরোদার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ড্র হয়। তবে প্রথম ইনিংসে লিড নিয়ে সেমিফাইনালে ওঠে মুম্বই।
৯. সেমিফাইনালে তামিলনাড়ুকে এক ইনিংস ও ৭০ রানে হারিয়ে দেয়।
কোন পথে রঞ্জি ট্রফি ২০২৪-এর ফাইনালে বিদর্ভ:-
১. লিগের প্রথম ম্যাচে সার্ভিসেসকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
২. লিগের দ্বিতীয় ম্যাচে মণিপুরকে এক ইনিংস ও ৯০ রানে পরাজিত করে।
৩. লিগের তৃতীয় ম্যাচে সৌরাষ্ট্রের কাছে ২৩৮ রানে হেরে যায়।
৪. লিগের চতুর্থ ম্যাচে ঝাড়খণ্ডকে ৩০৮ রানে হারিয়ে দেয়।
৫. রাজস্থানের সঙ্গে লিগের পঞ্চম ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে বিদর্ভ।
আরও পড়ুন:- IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি রান, সেরা ১০-এর শীর্ষে যশস্বী
৬. লিগের ষষ্ঠ ম্যাচে মহারাষ্ট্রকে ১০ উইকেটে পরাজিত করে।
৭. লিগের শেষ ম্যাচে হরিয়ানাকে ১১৫ রানে হারিয়ে দেয়।
৮. কোয়ার্টার ফাইনালে কর্ণাটককে ১২৭ রানে পরাজিত করে।
৯. সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৬২ রানে হারিয়ে দেয়।