আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট জীবনের একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা। বহু কঠিন পরিস্থিতি থেকে দলকে বাঁচিয়েছিলেন তিনি। এমনকী অনেকেই মনে করতেন তিনি দ্বিতীয় রাহুল দ্রাবিড়। তবে কোথাও যেন তাল কাটে। হারিয়ে যায় সেই ফর্ম এবং আগের মতো সেই স্বাচ্ছন্দের সঙ্গে ব্যাট করতে দেখা যায় না ভারতীয় দলের সিনিয়র ব্যাটারকে। দীর্ঘদিন ধরে ফর্মে না থাকার জন্য তিনি দল থেকে বাদ পড়েন।
তবে চলতি রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন চেতেশ্বর পূজারা। হাঁকিয়েছেন বেশ কিছু শতরান ও অর্ধশতরান। এখনও পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ৬৭৩ রান এবং গড় ৭৫-র কাছাকাছি। সব মিলিয়ে, চলতি রঞ্জি ট্রফিতে পূজারা যে ফর্মে ফিরেছেন, তা বলাই যায়। একটি সাক্ষাৎকারে তাঁকে নিজের ব্যাটিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন যে তাঁর ব্যাটিং নির্ভর করে পরিস্থিতি ও পিচের উপর।
চেতেশ্বর পূজারা বলেন, 'আমার ব্যাটিং নির্ভর করে পরিস্থিতি ও পিচের উপর। ভারতের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। সুতরাং এখানে অর্ধশতারানে পৌঁছাতে বেশি সময় লাগে না আমার। ইংল্যান্ডের পিচের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। ওখানে নতুন বল অনেক বুঝে শুনে খেলতে হয় এবং এভাবেই টেস্ট ক্রিকেট খেলা হয়। যদিও ইংল্যান্ড এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলছে কিন্তু কিছু পিচে। এছাড়াও আগে যে মুভমেন্ট ডিউকস বলগুলির মধ্যে দেখা যেত, এখন আর সেটাও নেই। আগে ইংল্যান্ডের ক্রিকেট খেলা সম্পূর্ণ আলাদা ছিল। এখন বলা যায় যে সকল ক্রিকেটারই আগের চেয়ে অনেক বেশি শট খেলছে ওখানে। সত্যি বলতে গেলে পিচটা এখন তেমনভাবেই বানানো হয়। এই জিনিসটাই আপনি আবার দক্ষিণ আফ্রিকাতে করতে পারবেন না।'
পাশাপাশি, পূজারা আরও জানান যে নিজের শক্তি অনুযায়ী খেললেই দলের লাভ হবে এবং সুবিধা হবে সেই ক্রিকেটারেরও যে তাঁর সঙ্গে ব্যাট করবে। তিনি বলেন, 'দেখুন আমি মনে করি আমার শক্তি অনুযায়ী আমার খেলা উচিত এবং এতেই লাভ হবে দলের। শুধু দলেই নয়, যে বা যারা আমার সঙ্গে ব্যাট করবে তাদের সকলেরই সুবিধা হবে। আমি রান পেলে দলের সুবিধা হবে এবং আমি মনে করি যে কিভাবে আমি খেলছি, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ দলের ম্যাচ জেতা। যদি আপনি ভাল খেলে দলকে সাফল্য দিচ্ছেন তাহলে ঠিক আছে আর যদি আপনি সেটা করতে পারছেন না তাহলে আপনার গর্ব করে বলা মানায়না যে আপনি ভালো খেলছেন। ক্রিকেট খেলার বহু পদ্ধতি আছে।'