শুভব্রত মুখার্জি:- রঞ্জি ট্রফির এলিট গ্রুপে মুখোমুখি হয়েছে ছত্তিশগড় এবং মুম্বই। রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম ঐতিহ্যশালী দল মুম্বই। তাদের বিরুদ্ধে লড়াইটা একেবারেই সহজ ছিল না ছত্তিশগড়ের। তবে সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিলেন ছত্তিশগড় অধিনায়ক আমনদীপ খারে। তাঁর অনবদ্য শতরানেই ম্যাচে লড়াইতে ফিরেছে ছত্তিশগড় দল। যদিও প্রথম ইনিংসে মাত্র ১ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে মুম্বই দল। মাত্র ২১১ বল খেলে অনবদ্য ১৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাঁর ইনিংসে ভর করেই মুম্বইয়ের প্রথম ইনিংসের ৩৫১ রানের যোগ্য জবাব দিয়েছে ছত্তিশগড়। যদিও ৩৫০ রানে অলআউট হয়ে গিয়েছে তারা।
রঞ্জির গ্রুপ বি'র ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে এদিন দিনের শেষে ৯৮ রানে এগিয়ে রয়েছে মুম্বই দল। একটা সময়ে আমনদীপ খারের নেতৃত্বাধীন ছত্তিশগড় দল লড়াইতে ছিল। মনে হচ্ছিল তারা হয়ত প্রথম ইনিংসে লিডও পেয়ে যাবে।তবে অপর প্রান্ত থেকে সেইভাবে সাহায্য না পেয়ে অল্পের জন্য লিড নেওয়া মিস হয়ে যায় ছত্তিশগড়ের। এটি প্রথম শ্রেণীর কেরিয়ারে খারের ১২তম শতরান। তাঁর কেরিয়ারে এটি ছিল ৪৭তম ম্যাচ। ছত্তিশগড় থেকে যে কোনও পর্যায়ের ভারতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার আমনদীপ খারে। উল্লেখ্য রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০১৬ সালে ভারতের হয়ে বাংলাদেশে বিশ্বকাপে খেলেছিলেন তিনি।
২৬ বছর বয়সী খারের মুম্বইয়ের বিরুদ্ধে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের বিরুদ্ধে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। বেঙ্গালুরুতে তাঁর এই ইনিংসে ভর করেই বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়েছিল ছত্তিশগড়। যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটে এটাই ছিল মুম্বইয়ের বিরুদ্ধে ছত্তিশগড়ের একমাত্র জয়। মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডে এদিন ১২১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বই দল দিনের শেষে ১ উইকেটে ৯৭ রান করেছে। আউট হয়েছেন প্রথম ইনিংসে শতরান করা পৃথ্বী শ। ৪৫ রান করে আউট হয়েছেন তিনি। ক্রিজে অপরাজিত রয়েছেন অপর ওপেনার ভূপেন লালানি (৪০) এবং অমোঘ ভাটকল (৬)।