'যদি কিছু একটা চাই, তাহলে ক্রিকেটের ময়দানে ফিরে ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে চাই'- শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ম্যাচের গৌতম গম্ভীরের সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আর মেন্টর হিসেবে তিনি যখন কেকেআরের ডাগ-আউটে বসে থাকলেন, তখন আরসিবিকে উড়িয়ে দিল নাইট ব্রিগেড। যে জয়ের ফলে নয় বছর ধরে চিন্নস্বামীতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত থাকল কেকেআর। আর সেই ধারাটা শুরু হয়েছিল ক্যাপ্টেন গম্ভীরের আমলেই।
শুক্রবার চিন্নস্বামীতে মহারণের আগে আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে গম্ভীরের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে গম্ভীরকে বলতে শোনা যায়, 'যে একটা দলকে আমি সবসময় হারাতে চাইতাম, সেটা হল আরসিবি। এমনকী আমার স্বপ্নেও (ওদের হারাতে চাইতাম)। হাইপ্রোফাইল টিমের তালিকায় সম্ভবত দ্বিতীয় স্থানে ছিল। সম্ভবত মালিক এবং ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্সদের মতো খেলোয়াড়দের নিয়ে চটকদারি দল ছিল। অবশ্যই কিছু জেতেনি। কিন্তু এমন ভাব করত যে ওরা সবকিছু জিতে গিয়েছে। ওরকম মানসিকতা একদম সহ্য হয় না।'
শুধু কেকেআরের ইতিহাসে সেরা যে তিনটি জয় এসেছে, সেই তিনটিও 'সম্ভবত' এসেছে আরসিবির বিরুদ্ধে। গম্ভীরের তালিকার প্রথমেই আছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। যে ম্যাচে ৭৩ বলে ব্রেন্ডন ম্যাককালালামের অপরাজিত ১৫৮ রানের সুবাদে আরসিবিকে ১৪০ রানে ধ্বংস করে দিয়েছিল কেকেআর। দ্বিতীয় স্থানে গম্ভীর সেই ম্যাচকে রেখেছেন, যে ম্যাচে আরসিবি ৪৯ রানে অল-আউট হয়ে গিয়েছিল। যা আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ১৩১ রান করেছিল কেকেআর। আর ৪৯ রানেই অল-আউট হয়ে গিয়েছিলেন বিরাটরা।
আর সেই বছরই চিন্নস্বামীতে আরসিবির বিরুদ্ধে বিনা উইকেটে ১০৫ রান তুলেছিল কেকেআর। সেই ম্যাচটা গম্ভীরের তালিকায় তৃতীয় স্থানে আছে। ওপেনিংয়ে নেমে সেই ম্যাচে ১৭ বলে ৫৪ রান করেছিলেন সুনীল নারিন। ১৫ বলে পূর্ণ করেছিলেন ৫০ রান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। আর শুক্রবার সেই নারিনই ধ্বংস করেছেন আরসিবি। ২২ বলে ৪৭ রান করেছেন নারিন। এবারও তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে দুটি উইকেট নিয়েছিলেন। শুক্রবার একটি উইকেট নিয়েছেন নারিন।