ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক চুক্তিতে ‘অভিষেক’ হল রিঙ্কু সিং এবং মুকেশ কুমারের। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে ৩০ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছেন, তাঁদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিঙ্কু এবং বাংলার পেসার মুকেশও আছেন। তাঁরা দু'জনেই ‘সি’ ক্যাটেগরিতে আছেন। মুকেশের মতো বাংলার অপর পেসার আকাশদীপ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই না পেলেও তাঁর জন্য ‘স্পেশাল’ বন্দোবস্ত করা হয়েছে। আকাশদীপ-সহ পাঁচজন পেসারকে ‘ফাস্ট বোলিং’ চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। আর সেইসঙ্গে একটি নয়া নিয়মও চালু করেছে।
সেই নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে খেলোয়াড়রা তিনটি টেস্ট বা আটটি একদিনের ম্যাচ বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন, তাঁদের সরাসরি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ইতিমধ্যে দুটি টেস্ট খেলে ফেলেছেন ধ্রুব জুরেল এবং সরফরাজ খান। তাঁরা যদি ধরমশালায় খেলেন, তাহলে সরাসরি ‘সি’ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারইমধ্যে এবার কোন ভারতীয় খেলোয়াড় কোন ক্যাটেগরির চুক্তিতে আছেন, সেই তালিকা দেখে নিন।
গ্রেড 'এ+' তালিকা
১) রোহিত শর্মা।
২) বিরাট কোহলি।
৩) জসপ্রীত বুমরাহ।
৪) রবীন্দ্র জাদেজা।
গ্রেড 'এ' তালিকা
১) রবিচন্দ্রন অশ্বিন।
২) মহম্মদ শামি।
৩) মহম্মদ শামি।
৪) কেএল রাহুল।
৫) শুভমন গিল।
৬) হার্দিক পান্ডিয়া।
গ্রেড 'বি' তালিকা
১) সূর্যকুমার যাদব।
২) ঋষভ পন্ত।
৩) কুলদীপ যাদব।
৪) অক্ষর প্যাটেল।
৫) যশস্বী জয়সওয়াল।
গ্রেড 'সি' তালিকা
১) রিঙ্কু সিং।
২) তিলক বর্মা।
৩) রুতুরাজ গায়কোয়াড়।
৪) শার্দুল ঠাকুর।
৫) শিবম দুবে।
৬) রবি বিষ্ণোই।
৭) জিতেশ শর্মা।
৮) ওয়াশিংটন সুন্দর।
৯) মুকেশ কুমার।
১০) সঞ্জু স্যামসন।
১১) আর্শদীপ সিং।
১২) কেএস ভরত।
১৩) প্রসিধ কৃষ্ণা।
১৪) আবেশ খান।
১৫) রজত পতিদার।
তবে এবার কোন ক্যাটেগরির খেলোয়াড় কত টাকা পাবেন, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। এমনিতে গ্রেড ‘এ+’ তালিকার খেলোয়াড়রা বছরে সাত কোটি টাকা পেতেন। গ্রেড ‘এ’ তালিকার খেলোয়াড়রা পেতেন পাঁচ কোটি টাকা। গ্রেড ‘বি’ তালিকা এবং গ্রেড ‘সি’ তালিকার খেলোয়াড়দের প্রাপ্ত অঙ্কটা যথাক্রমে তিন কোটি টাকা এবং এক কোটি টাকায় ঠেকত। উল্লেখ্য, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, যুজবেন্দ্র চাহাল এবং শিখর ধাওয়ান।
আকাশদীপদের জন্য বিশেষ চুক্তি
দেশের পাঁচজন পেসারকে বিশেষ 'ফাস্ট বোলিং' চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন - আকাশদীপ, উমরান মালিক, যশ দয়াল, বি কাভেরাপ্পা এবং বিজয়কুমার বিশাক।
আরও পড়ুন: Rohit Sharma: যতই তারকা হোক, রঞ্জি না খেললে ব্যান করে দিক! রোহিতের পাশে রাজ্য সংস্থাগুলিও