যুব বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ত্রিদেশীয় একদিনের টুর্নামেন্টে মাঠে নেমেছে ভারতের যুব দল। শুক্রবার জোহানেসবার্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও আফগানিস্তান।
টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক উদয় সাহারান। আফগানিস্তান ম্যাচের একেবারে প্রথম ওভার থেকে উইকেট হারাতে থাকে। তারা ৪৮.২ ওভারে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন সোহেল খান ও হাসান এইসাখিল।
সোহেল ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১২ বলে ৭১ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্য়ে ৪০ বলে ৫৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন হাসান। এছাড়া জামশিদ জাদরান ২৬ ও ক্যাপ্টেন তথা উইকেটকিপার নাসির খান ২৫ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
আরও পড়ুন:- ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত IPL খেলে যাওয়া নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে
সৌম্য পান্ডে হ্যাটট্রিক-সহ একাই ৬টি উইকেট দখল করেন। তিনি ১৭তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর আউট করেন জামশিদ জাদরান, নুমান শাহ ও রহিমউল্লাহ জুরমতিকে এবং সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে তিনি সাজঘরে ফেরান নাসির হাসান, নাসির খান ও খলিল আহমেদকে। ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ২৯ রানের বিনিময়ে এই ৬টি উইকেট তুলে নেন পান্ডে।
এছাড়া ৮ ওভারে ৩৯ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন রাজ লিম্বানি। ৬ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নেন মুরুগান অভিষেক। উইকেট পাননি অর্শিন, মুশির, নমনরা।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের যুব দল ৩৬.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ওপেন করতে নেমে আদর্শ সিং দুর্দান্ত শতরান করেন। তিনি ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১১২ রান করে নট-আউট থাকেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন মুশির খান।
ক্যাপ্টেন উদয় সাহারান ১ রান করে আউট হন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২০ রান করেন অর্শিন কুলকার্নি। আরাভেল্লি অবনীশ ৭ ও সচিন ধাস ২ রান করে আউট হন।