Sourav Ganguly Lost His Phone: চুরি গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দামী ফোন। নিজের বাড়ি থেকেই নাকি সেই ফোন চুরি গিয়েছে। এই বিষয়ে ঠাকুরপুকুর থানাতে অভিযোগও করা হয়েছে। পুলিশের অভিযোগপত্রে লেখা হয়েছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনে করেন তাঁর ফোনটি তাদের বাড়ি থেকেই চুরি গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘আমার ফোনটি বাড়ি থেকে চুরি গিয়েছে বলে মনে করছি। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা নাগাদ আমি ফোনটি শেষবারের মতো দেখি। এরপর আমি ফোনটি খোঁজার চেষ্টা করলেও পাইনি। আমার ফোনটি হারিয়ে যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন। কারণ ওই ফোনে একাধিক যোগাযোগ নম্বর রয়েছে এবং ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের অ্যাকসেস রয়েছে। আমি ফোনটির হদিশ দেওয়ার জন্য বা উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি।’
সৌরভের যে মোবাইলটি চুরি গিয়েছে তার দাম প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকার বেশি। ৫জি ফোনটিতে দুটি সিম রাখা যায়। পুলিশের কাছে মোবাইলটি খুঁজে বের করার জন্য আর্জি জানিয়েছেন সৌরভ। তাঁর আশা দ্রুত পুলিশ যথাযথ পদক্ষেপ করতে পারবে। এখনও পর্যন্ত ফোনটির হদিশ পাওয়া গিয়েছে কিনা তা স্পষ্ট নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তেমনই তিনি রাজ্যের বিশিষ্ট শিল্পপতিও বটে। সেক্ষেত্রে তাঁর ফোনে উল্লেখযোগ্য তথ্য থাকাটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি যাওয়া উদ্বেগের বিষয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শহরের বাইরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পরেই তাঁর ফোনটি পাওয়া যাচ্ছিল না। এরপরেই তিনি মনে করেন সেটি খোয়া গিয়েছে। ফোন চুরির নেপথ্যে কে? তা এখনও জানান যায়নি। তবে দাদার বাড়িতে রংয়ের কাজ চলছিল বলে সূত্রের খবর। সেই সময় রং মিস্ত্রিরা বাড়িতে যাতায়াত করছিলেন। সবমিলিয়ে কী ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন খোয়া গেল? তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সামনের মাসেই আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে এ মাসেই শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ ব্যস্ত হয়ে যাবেন। তার উপর মায়ের অসুস্থতা। সেই সঙ্গে অফিসের কাজকর্ম ও বাণিজ্যিক নানা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের চাপ রয়েছে। তারই মধ্যে মোবাইল হারিয়ে বেশ চিন্তায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।