ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে হোম সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তার মাঝেই ঘোষণা করে দেওয়া হলো তাদের পরবর্তী সিরিজ। কেপটাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা তাদের নতুন সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাশাপাশি, ঘোষণা করে দেওয়া হলো প্রোটিয়াদের ১৫ সদস্যের টেস্ট দল। তবে সিরিজ শুরু হওয়ার আগে বড় চাপে তারা। দলে থাকবে না কোনও অভিজ্ঞ তারকা। তার পরিবর্তে এবারে দলের বিশেষ চমক নবাগত ক্রিকেটারকে অধিনায়ক করা। এই সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নবাগত ক্রিকেটার নিল ব্র্যান্ডের কাঁধে। এই দল বাছাই নিয়ে সিএসএর এক বিবৃতিতে দলের হেড কোচ শুকরি কনরাড জানিয়েছেন যে দলের ক্রিকেটারদের নিয়ে তিনি আত্মবিশ্বাসী এবং তিনি আশাবাদী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালোই পারফর্ম করবে তারা। পাশাপাশি তিনি আরও দাবি করেন যে কিউয়িদের বিরুদ্ধে এই সফর থেকে দারুণ অভিজ্ঞতা অর্জন করবে এই তরুণ ক্রিকেটাররা।
আর মাত্র একটি টেস্ট ম্যাচ! এটা শেষ হলেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যাবে নিউজিল্যান্ডে তাদের পরবর্তীতে সিরিজ খেলতে। তবে সদ্য সাফল্য পাওয়া দক্ষিণ আফ্রিকা দল এই সিরিজের আগে এক বড় ধাক্কা খেল। ভারতের বিরুদ্ধে অংশগ্রহণ করতে থাকা ক্রিকেটাররা খেলবে না নিউজিল্যান্ডের মাটিতে। বরং খেলতে নামবে একঝাঁক নবাগত ক্রিকেটার। পাশাপাশি, অধিনায়কও করা হয়েছে এক নবাগত তারকাকে। নিল ব্র্যান্ডকে দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। নতুনদের নিয়ে এক অভিজ্ঞ দলের বিরুদ্ধে তাদের মাটিতেই খেলতে যাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে মুখ খুললেন দলের হেড কোচ শুকরি কনরাড।
তিনি বলেন, 'যেই ক্রিকেটার নিয়ে আমরা নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, তাতে আমরা আশাবাদী এরা সকলেই ওদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। বেশিরভাগ ক্রিকেটারই সম্প্রতি 'ওয়েস্ট ইন্ডিজ এ'র বিরুদ্ধে সিরিজও খেলে এসেছেন। ওখানে ওরা নিজেদের প্রমাণও করেছে। সুতরাং ওই অভিজ্ঞতাটাই ওদের সাহায্য করবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ভালো পারফর্ম করতে।'
একনজরে দক্ষিণ আফ্রিকার দল: নীল ব্র্যান্ড, ডেভিড বেডিংহ্যাম, রুয়ান দি সুয়ার্ড, ক্লাইড ফরটুইন, জুবের হামজা, শেপো মোরেকি, মিলালি পঙ্গওয়ানা, ডোয়েন অলিভিয়ার, ডেন প্যাটারসন, কিগান পিটারসন, ড্যান পিট, রায়নার্ড ভ্যান টন্ডার, শন ভন বার্গ, খায়া জনডো। এবার দেখার বিষয় কেমন পারফর্ম করে দেখাতে পারে এই নতুন দল।