এক ওভারে ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে কার্যত ভেঙে গুড়িয়ে দিলেন ভারতীয় দলের এই পেসার। আজ অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। কলম্বোতে এশিয়া কাপ জিততে পারলেই রেকর্ড গড়বেন রোহিত-বিরাটরা। সেই টার্গেট নিয়েই খেলতে নামে ভারত। এদিন টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা অধিনায়ক।
যদিও এদিন ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি নামে। ফলে নির্ধারিত সময়ের কিছুটা দেরি করে শুরু হয় এশিয়া কাপের ফাইনাল। আর শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় দলের বোলাররা। তার ফল হাতে নাতে পায় লঙ্কার ব্যাটাররা। সিরাজ দাপটে একঘরে হয়ে পড়ে শ্রীলঙ্কা। এক ওভারে চার উইকেট হারিয়ে যাওয়ার পর যে কোনও দলেরই আর কোনও কিছু করার থাকে না, তা কারোর অজানা নয়। ফলে বেশ ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।
মাত্র ১২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে লঙ্কা শিবির। ফলে এর থেকে স্পষ্ট হয়েছে, এই দলের আর কোনও উপায় ছিল না। সেই সঙ্গে সঙ্গেই লজ্জার নজির গড়ে ফেলল শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা দল। আর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩ রানে ৬ উইকেট হারিয়েছিল লঙ্কারা। সেই লজ্জার রেকর্ড এবার তারা ভেঙে দিল। এদিন মাত্র ১২ রানে পড়ে গেল ৬ উইকেট।
বিশ্ব ক্রিকেটে এত কম রানে ৬ উইকেট হারিয়ে যাওয়ার ঘটনা একেবারেই প্রথম নয়। কানাডাও মাত্র ১০ রানে ৬ উইকেট হারিয়েছে। আবার সেই কানাডা দলই ১২ রানে ৬ উইকেট হারানোর রেকর্ড রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এবার সেই তালিকায় নাম লেখালো শ্রীলঙ্কা। পাশাপাশি ভারতের বিরুদ্ধে আরও একটি লজ্জার রেকর্ড রয়েছে। ভারতের বিরুদ্ধে এই প্রথমবার শ্রীলঙ্কা মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়েছে। শুধু তাই নয়, ১২ রানে ৫ উইকেট হারানোর রেকর্ডও এই প্রথম। ফলে এই ম্যাচে রেকর্ডের ফুলঝুড়ি দেখা দিয়েছে। সেই সঙ্গে বলতেই হবে এই উইকেট গুলি গিয়েছে সিরাজের ওভারে।ভারতীয় বোলারদের চাপে যে বেশ ব্যাকফুটে চলে গিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবেই ম্যাচের সময় যত গড়াচ্ছে ততই ভারতের মুখে হাসি ফুটছে।