শুভব্রত মুখার্জি: চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ভারতীয় দল ৩-১ ফলে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড তাদের ব্যাজবল জমানায় এই প্রথম বার টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে। রাঁচিতে চতুর্থ টেস্ট জিতেই সিরিজ জয় ভারত নিশ্চিত করার ফলে ধর্মশালাতে পঞ্চম টেস্টের গুরুত্ব কিছুটা হলেও কমেছে। সোমবারেই এই রাঁচি টেস্টে জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। তবে এই টেস্টে জয় কিন্তু একেবারেই সহজে আসেনি। চতুর্থ দিনে একটা সময়ে ভারতীয় দল পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াই করে ফিরে আসে তারা। ভারতকে লড়াইতে ফেরায় ধ্রুব জুরেল এবং শুভমন গিল জুটি। শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য অবস্থাতে থেকেই এই জুটি ভারতের জয় নিশ্চিত করেন। পার্টনারশিপের সময়ে ধ্রুবকে কী বিশেষ উপদেশ দিয়েছিলেন গিল, এবার তা খোলসা করলেন তিনি নিজেই।
প্রসঙ্গত, এই টেস্টে দুই ইনিংসেই ভারতের হয়ে ব্যাট হাতে অনবদ্য ব্যাটিং করেছেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসেও যখন ভারতীয় দল পরপর উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে ধ্রুব জুরেল অনবদ্য ৯০ রানের ইনিংস খেলে ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন। সেই তিনিই দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন। যোগ্য সঙ্গত দিলেন শুভমন গিলকে। গিলের সঙ্গে জুটিতে অপরাজিত ৭২ রান যোগ করে ভারতের জয় নিশ্চিত করলেন। ফলে ঘরের মাটিতে ভারতীয় দল টানা ১৭ টি টেস্ট সিরিজ জয়ের এক অনন্য নজির গড়ে ফেলল। তার পরেই গিল জানিয়েছেন, ধ্রুবকে তিনি ঠিক কী বলেছিলেন।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিল বলেছেন, ‘আমি ওকে (ধ্রুব জুরেলকে) বলেছিলাম, তুমি প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছ। ওই এক মানসিকতা ধরে রেখে এই ইনিংসেও তোমাকে ব্যাট করতে হবে। নিজের ফিট (পা) যতটা সম্ভব ব্যবহার কর। বলের লাইন এবং লেন্থের যতটা সম্ভব কাছে পৌঁছে যাও। তার পর নিজের শট খেল। এই ভাবে খেললে অফ স্পিনারের যে স্পিন, সেটা সামলানো সম্ভব হবে। ও সেই উপদেশ শুনেছে। পিচে যেভাবে স্টেপ আউট করেছে, তা সত্যিই অনবদ্য। আমাদের ওরা (ইংল্যান্ড) একটা সময়ে চাপে ফেলে দিয়েছিল। তবে আমাদের ওপেনাররা আমাদের হয়ে বেশ ভালো শুরুটা করে দিয়েছিল। তবে এর পরেই পরপর কয়েকটি উইকেট হারিয়ে আমরা বেশ চাপে পড়ে গিয়েছিলাম। তবে ধ্রুব জুরেল ব্যাট করতে নেমেই সেই চাপটা ধীরে ধীরে কমাতে শুরু করে। পরিবেশ পরিস্থিতি দেখতে হবে। সেই মতো খেলতে হবে। ধ্রুব আজ সেই কাজটাই করেছে।’