শুভব্রত মুখার্জি:- ঘরের মাঠে অস্ট্রেলিয়া দল এই মুহূর্তে ব্যস্ত টেস্ট সিরিজ খেলতে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দলের প্রথম টেস্ট ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। অ্যাডিলেডে সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে কার্যত উড়িয়ে দিয়েছে অজিরা। ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া দল। আর এই টেস্টের দ্বিতীয় ইনিংসে অল্প রান তাড়া করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই অল্প রান তাড়া করার সময়েই ঘটে বিপত্তি। মাথায় সজোরে বলের আঘাত লাগে উসমান খোয়াজার। বলের বাউন্স বুঝতে না পারার ফলে বল সোজা এসে আঘাত করে তাঁর চোয়ালে। তখনও ম্যাচ জিততে এক রান বাকি ছিল অস্ট্রেলিয়ার। তবে তৎক্ষণাৎ সরানো হয় খোয়াজাকে। কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলের জয় নিশ্চিত করেন মার্নাস ল্যাবুশান। টেস্ট শেষ হওয়ার পরে খোয়াজার কনকাশন টেস্ট হয়েছে সম্প্রতি। আর তাতে পাশ করেছেন বাঁহাতি ওপেনার। ফলে পরবর্তী টেস্টে খেলার জন্য প্রস্তুত তিনি।
শামার জোসেফের একটি বলের বাউন্সার ডাক করতে যান খোয়াজা। বাউন্সটা বুঝতে না পারায় বল তাঁর বুক ঘেঁষে এসে সজোরে আঘাত করে চোয়ালে। সঙ্গে সঙ্গে মাঠে ডাক্তার চলে আসেন। তিনি খোয়াজাকে পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর তাঁকে রিটায়ার্ড আউট ঘোষণা করা হয়। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়েছে সাজঘরেই প্রাথমিক কনকাশন টেস্ট হয়েছে উসমান খোয়াজার। যে পরীক্ষায় তখনই উন্নীত হয়েছেন এই বাঁহাতি ওপেনার। তারপর তাঁকে পাঠানো হয় স্ক্যানে। যার মূলত উদ্দেশ্য ছিল দেখা যে চোয়ালে আঘাতের ফলে সেখানে কোন চিড় ধরেছে কিনা বা অন্য কোন ক্ষতি হয়েছে কিনা। তবে স্ক্যানে সেই রকম কিছু ধরা পড়েনি। স্ক্যান রিপোর্ট দেখে স্বস্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা ব্যক্তি থেকে ক্রিকেট সমর্থক সকলেই।
পরবর্তীতে ইনস্টাগ্রামে খোয়াজা লিখেছেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ আমার জন্য শুভকামনা করায়। আমি ভালো রয়েছি। আমি চেয়েছিলাম মার্নাস (ল্যাবুশান) ম্যাচটা শেষ করুক।’ শনিবার খোয়াজার আরও একটি কনকাশন টেস্ট হবে। সেই টেস্টে পাশ করলেই মিলবে ২২ গজে ফেরার ছাড়পত্র। এই টেস্টে পাশ করলে তবেই ২৫ জানুয়ারি ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে পারবেন তিনি। যদি ফেল করেন তাহলে তাঁকে কনকাশন প্রোটোকল পিরিয়ড কাটাতে হবে ৫-৮ দিনের। যদি ব্রিসবেন টেস্টে খোয়াজা খেলতে না পারেন তাহলে তাঁর পরিবর্তে খেলবেন ম্যাথু রেনশ।