শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কার সিনিয়র পুরুষ ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ সফরে। যেখানে ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে টি-২০ এবং ওয়ানডে সিরিজ। টি-২০ সিরিজ জেতে লঙ্কানরা। ওয়ানডে সিরিজে দুরন্ত কামব্যাক করে জিতেছে টাইগাররা। আর এবার পালা লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টের। দুই দলের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার এক চোরাস্রোত বয়ে চলেছে। গত ওডিআই বিশ্বকাপের অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউটের ঘটনার রেশ এখনও কাটেনি। তা দেখা গিয়েছে টি-২০ এবং ওয়ানডে সিরিজ জেতার পর দুই দলের সেলিব্রেশনেও।
আরও পড়ুন… IPL 2024 খেলার জন্য ফিট শ্রেয়স আইয়ার, তাহলে কেন চিকিৎসকরা KKR ক্যাপ্টেনকে সাবধান করলেন?
ফলে লাল বলের সিরিজকে ঘিরেও চড়তে শুরু করেছে উত্তাপ। আর এমন আবহে শ্রীলঙ্কা দল যেন হঠাৎ করেই কিছুটা অক্সিজেন পেয়ে গিয়েছে। টেস্টে অবসর ভেঙে ফিরে এসেছেন তাদের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তাঁকে দলে রেখেই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলত আইপিএলের প্রথম দিকটায় তাঁকে পাবে না তাঁর ফ্র্যাঞ্চাইজি। ৩ এপ্রিল পর্যন্ত সমস্ত আইপিএলের ম্যাচ মিস করবেন হাসারাঙ্গা।
প্রসঙ্গত তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে একই ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ খেলা হবে দুই ম্যাচের। যার দল শ্রীলঙ্কা সোমবারেই ঘোষণা করেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী শুক্রবার থেকে। এই টেস্ট খেলা হবে সিলেটে। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ৩০ মার্চ। ম্যাচের ভেন্যু চট্টগ্রাম। এই সিরিজেই নিজের টেস্ট কেরিয়ার ফের নতুন করে শুরু করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবসর ভেঙে ফিরেছেন এই অলরাউন্ডার। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার ১৭ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি'সিলভার নেতৃত্বাধীন দলে রয়েছেন দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চণ্ডীমল, কুশল মেন্ডিসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। যাদের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে।
প্রসঙ্গত গত বছরের অগস্ট মাসে সকলকে চমকে দিয়ে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হাসারাঙ্গা। মাত্র চার ম্যাচ খেলেই টেস্ট থেকে অবসর নেন তিনি। লঙ্কান ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছিল, ‘সীমিত ওভারের কেরিয়ারকে দীর্ঘ করতে চান হাসারাঙ্গা।’ তবে কয়েকমাসের মধ্যেই নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর চিন্তা করেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।উল্লেখ্য ২০২১ সালের এপ্রিলে পাল্লেকিলেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন হাসারাঙ্গা।
∆ আসুন একনজরে দেখে নিন শ্রীলঙ্কার টেস্ট দল:
ধনঞ্জয়া ডি'সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মদুষ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চণ্ডীমল, সাদিরা সমরাবিক্রমে, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেখরা।