হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার বিষয়টি হজম করতে পারছেন না মুম্বই ইন্ডিয়ান্সের অনেক প্লেয়ারই। বিশেষ করে দলের দুই সিনিয়র প্লেয়ার সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনেকেই অনুমান করেছেন যে, এই দুই তারকা প্লেয়ার রোহিত শর্মার পরিবর্তে হার্দিকের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দেওয়ার বিষয়টি মোটেও ভালো ভাবে মেনে নিতে পারেননি। ২০২৪ আইপিএলের নিলামের আগে থেকেই তাই দলের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে। এমনটাই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
গুজরাট টাইটান্স থেকে এবার হার্দিককে ট্রেড করে ফের মুম্বইয়ে ফেরানো হয়েছে। এবং রোহিতকে সরিয়ে তাঁর হাতে নেতৃত্বে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এতে ১০ বছর ধরে অধিনায়ক রোহিতের গৌরবময় অধ্যায়ে ইতি পড়ে গিয়েছে। এভাবে রোহিতকে সরানোটা অনেকেই মানতে পারছেন না। এই অনেকের মধ্যেই রয়েছে মুম্বই দলের একাধিক প্লেয়ার। এর পরই একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিত, সূর্য বা বুমরাহের মধ্যে অন্তত একজন অন্য দলে চলে যেতে পারেন। ট্রেড করে কাউকে নিয়ে যাওয়া হতে পারে।
তবে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সুস্পষ্ট ভাবে এই গুজবকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং রোহিতকে অন্যন্য ফ্র্যাঞ্চাইজির ট্রেড করার দাবিও তারা অস্বীকার করেছে। শোনা যাচ্ছিল, এই ফ্র্যাঞ্চাইজি দলগুলির মধ্যে একটি ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ফ্র্যাঞ্চাইজির সিইও কাসি বিশ্বনাথন এর কড়া প্রতিক্রিয়া দিয়ে পুরো জল্পনায় জল ঢেলে দিয়েছেন।
মঙ্গলবার দুবাইতে ২০২৪ আইপিএল নিলামের ফাঁকে ক্রিজবাজের সঙ্গে কথা বলার সময়ে কাসি বিশ্বনাথন ব্যাখ্যা করেন যে, সিএসকে খেলোয়াড়দের ট্রেড করার নীতিতে বিশ্বাস করে না। এবং পাঁচ বারের আইপিএল বিজয়ীদের দল থেকে ট্রেড করার মতো কোনও প্লেয়ার তাদের ভাবনায় নেই।
তিনি বলেছেন, ‘আমরা ট্রেড করার নীতিতে বিশ্বাস করি না। এবং মুম্বই ইন্ডিয়ান্সের থেকে ট্রেড করে নেওয়ার মতো কোনও খেলোয়াড়ও নেই। আমরা ওদের কোনও প্লেয়ারের সঙ্গে কথা বলিনি।’
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ঝোড়ো ১৬৯ রান, সচিনের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার
এদিকে হার্দিককে নতুন অধিনায়ক ঘোষণা করার পর এমআই শিবিরের মধ্যে ঝামেলার খবর অস্বীকার করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী বলেছেন, ‘আমরা একটি নির্দিষ্ট দলের সদস্য এবং দলের মধ্যে নেতৃত্বের শুধু একটি পরিবর্তন হয়েছে। এটি ক্রিকেট খেলা। মুম্বই ইন্ডিয়ান্সকে এগিয়ে যেতে হবে। রোহিত আমাদের জন্য দুর্দান্ত ছিল। ও দারুণ একজন অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সে ও সত্যিই ভালো করেছে। এটা শুধু একটা সিদ্ধান্ত, যা আমরা নিয়েছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং নতুন ক্যাপ্টেনের সঙ্গে একটি ট্রানজিশন পর্বে যাওয়ার জন্য।’
তিনি যোগ করেছেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব শুনেছি। যতদূর আমি বলতে পারি, এটি আমাদের তরফে সর্বোত্তম ভাবে পরিচালনা করার একটি পন্থা। আমরা সকলের আবেগ বুঝতে পারছি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এটি সম্পূর্ণরূপে একটি ট্রানজিশনাল ফেজ। এবং এগিয়ে যাওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’