বাংলা নিউজ > ক্রিকেট > BAN vs NZ, 2nd ODI: কিউয়িদের বিরুদ্ধে ঝোড়ো ১৬৯ রান, সচিনের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার

BAN vs NZ, 2nd ODI: কিউয়িদের বিরুদ্ধে ঝোড়ো ১৬৯ রান, সচিনের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার

নিউজিল্যান্ডে গিয়ে শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার।

২০০৯ সালে ক্রাইস্টচার্চে সচিন কিউয়িদের বিরুদ্ধে ১৬৩ রান করেছিলেন। সেই রেকর্ডই ভেঙে দিলেন সৌম্য সরকার। গড়লেন নয়া নজির। তবে সৌম্যর লড়াই শেষ পর্যন্ত কাজে এল না। ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।

একেবারেই ছন্দে ছিলেন না। গত দুই বছর ধরে ওডিআইতে রানের খরা চলছিল। তার পরেও সৌম্য সরকারকে দলে সুযোগ দেওয়া নিয়ে সমালোচনার ঝড়ে বয়ে গিয়েছিল। এমন কী ম্যাচের আগের দিনও সৌম্যকে নিয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে। তবে সৌম্যর পাশে দাঁড়িয়ে, তাঁকে যাবতীয় ঝড়ঝাপ্টা দেখে দূরে সরিয়ে রেখেছিলেন হাথুরুসিংহে। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এ কোচের এই ভরসার পূর্ণ মর্যাদা দিলেন সৌম্য সরকার। তাঁর দেড়শো ছাড়ানো ইনিংসের হাত ধরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ভদ্রস্থ স্কোর করে। সেই সঙ্গে সৌম্য ভেঙে দেন সচিন তেন্ডুলকরের প্রায় ১৪ বছরের পুরনো রেকর্ড।

টস হেরে ব্যাট করতে নেমে কিউয়িদের বিপক্ষে এই টাইগার ব্যাটার ২২টি চার এবং ২টি ছক্কার হাত ধরে ১৫১ বলে অনবদ্য ১৬৯ রানের ইনিংস খেলেন। আর সৌম্যর ইনিংসের সুবাদেই ৪৯.৫ ওভারে ২৯১ রান করে বাংলাদেশ। এক বল বাকি থাকতেই অবশ্য তারা অলআউট হয়ে যায়।

আরও পড়ুন: শাহরুখকে দিয়ে হার্দিকের জায়গা পূরণ হবে, জনসনের পিছনেই বা কেন ১০ কোটি খরচ করল GT? নিলামে মনের মতো প্লেয়ার পেল গুজরাট?

৩০ বছর বয়সী তারকার এই স্কোর বিদেশের মাঠে ওয়ানডেতে করা বাংলাদেশের কোনও পুরুষ ক্রিকেটারের সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের, তিনি করেছিলেন ১২৮ রান। পাশাপাশি নিউজিল্যান্ডের মাঠে উপমহাদেশের একজন খেলোয়াড়ের ওয়ানডেতে করা সর্বোচ্চ স্কোর। কিউয়িদের বিরুদ্ধে এর আগে সচিন তেন্ডুলকরের অপরাজিত ১৬৩ রানের নজিরকে এদিন টপকে গিয়েছে সৌম্য। ২০০৯ সালে ক্রাইস্টচার্চে সচিন কিউয়িদের বিরুদ্ধে ১৬৩ রান করেছিলেন। মোট ২৯১টি নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ওডিআই স্কোর।

আরও পড়ুন: অনামী কুশাগ্রার পিছনে ৭.২ কোটি খরচ করল দিল্লি, ধারেকাছে নেই বিদেশিরাও,কেমন নিলাম হল DC-র?

আগের ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন। সেই সঙ্গে বল হাতেও বাজে পারফর্ম করেছিলেন সৌম্য। স্বাভাবিক ভাবেই এদিনের ম্যাচের একাদশে তিনি সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত অবশ্য সৌম্যকে নিয়েই দল সাজায় টিম ম্যানেজম্যান্ট। আর এই সুযোগটা হাতছাড়া করেননি সৌম্যও। কারণ এদিন ব্যর্থ হলে হয়তো তাঁর ক্যারিয়ার অন্ধকারে তলিয়ে যেতে পারত। বরং আগ্রাসী মেজাজে খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান সৌম্য। বাংলাদেশের জার্সিতে চার বছর পর ৫০ পার করা সৌম্য ১১৬ বল খেলে এদিন নিজের ক্যারিয়ারের তৃতীয় শতরান করেন। পাঁচ বছর পর তিনি সেঞ্চুরির স্বাদ পেলেন।

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সৌম্য ছাড়া ৪৫ (৫৭ বলে) রান করেছেন মুস্তাফিজুর রহিম। এর বাইরে বাকিদের অবস্থা তথৈবচ। ২০ রানের গণ্ডিই টপকাতে পারেনি কেউ। ছয় জন তো এক অঙ্কের ঘরেই আটকে গিয়েছেন।

জবাবে ২৯২ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে সহজেই ২৯৬ রান করে ফেলে। সেই সঙ্গে পরপর দুই ম্যাচ জেতায় ওডিআই সিরিজও কিউয়িরা পকেটে পুড়ে ফেলে। ব্যর্থ হয়ে যায় সৌম্যর সেঞ্চুরি।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর বিস্ফোরণে উড়ল টালির চাল, পড়ল দেওয়াল, মুর্শিদাবাদের রেজিনগরের পর এবার বেলডাঙা ‘দিল ধড়কনে দো’-র ৯ বছর পর একসঙ্গে জোয়া-আমির! কোন সিনেমা নিয়ে আসছেন এই দুই ICC Champions Trophy 2025-এর জন্য সম্ভাব্য তিনটি জায়গা শর্টলিস্ট করল PCB ছেলেদের থেকে মেয়েরা বেশি অ্যালকোহল পান করেন! সমীক্ষায় উঠে এল তথ্য ভাইয়ের ধর্ষণের শিকার স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর,বললেন ‘তুমি আমার বউ নও, বউদি' হাই মাদ্রাসার রেজাল্টের দিন ঘোষণা হল, কোন ওয়েবসাইটে, কোন অ্যাপে দেখবেন সব জানুন শাহের ভুয়ো ভিডিয়ো মামলায় মুখ্যমন্ত্রীকে তলব দিল্লি পুলিশের! হাজিরা দিতে হবে বুধে IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার 'বাহ দাদাকে তো…' প্রতিযোগীর উপহার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ!

Latest IPL News

রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস IPL 2025 -এর নিলামে দল পাবেন না অশ্বিন! কেন এমন ভবিষ্যদ্বাণী করলেন সেহওয়াগ? ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমালেন আইপিএলের কমেন্ট্রি ভাগ্যিস ছক্কাটা মারতে পারিনি- জ্যাকসের শেষ বলে ছক্কা মারার গল্প শোনালেন কোহলি কহি পে নিগাহে, কহি পর নিশানা: শশাঙ্কের প্রশংসায় লারা আসলে কাকে ঠুকলেন? ঘোর রহস্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.