আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর ২ মাসেরও কম সময় বাকি রয়েছে। এর মাঝেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড শিবির থেকে একটি বড় খবর সামনে ভেসে আসছে। সম্প্রতি, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বেন স্টোকসের কাছে একটি আবদার রাখবেন ইংলিশ দলের অধিনায়ক জোস বাটলার। আসন্ন আইসিসি ইভেন্টে খেলার জন্য অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে কথা বলবেন তিনি। বাটলার নাকি স্টোকসকে বিশ্বকাপের জন্য তাঁর অবসর ভাঙতে বলবেন। আসলে বেন স্টোকস গত বছরের ১৮ জুলাই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। অবসর নেওয়ার সময়ে স্টোকস বলেছিলেন এই ফর্ম্যাটে তাঁর সতীর্থদের ১০০ শতাংশ দিতে পারবেন না। কিন্তু এরপরে লাল বলের ক্রিকেটে বেন স্টোকস যেভাবে খেলছেন তা দেখার পরে নিজের দলে তাঁকে খেলাতে চান ব্রিটিশদের সাদা বলের ক্যাপ্টেন জোস বাটলার।
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মট বলেছেন যে বেন স্টোকসের সঙ্গে কথা বলবেন জোস বাটলার। স্টোকসকে বিশ্বকাপের জন্য বোঝানোর চেষ্টা করবেন বাটলার। ডেইলি মেইল জানিয়েছে মট বলেন, ‘জোস বাটলার এ বিষয়ে বেন স্টোকসের সঙ্গে কথা বলবেন। যদিও স্টোকস এই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্টভাবে অস্বীকার করেছেন। আমরা দেখব সে ফিরে আসতে চায় কি না। তিনি কী করছেন তা এখনও জানা যায়নি তবে আমরা এখনও তাঁর ফিরে আসার বিষয়ে আশাবাদী। আমি সবসময় বলেছি তাঁর বোলিং বোনাস হবে কিন্তু ব্যাট হাতে ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাঁর অবদান অসাধারণ।’
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মট আরও বলেন, ‘পুরো অ্যাশেজ সিরিজে তাঁকে আমরা দেখেছি। তাঁর দুর্দান্ত উপস্থিতি দলকে দারুণ ভাবে প্রভাবিত করেছিল। যখন ওডিআই ক্রিকেটে পারফরম্যান্সের কথা আসে, তিনি এটি কয়েক বছর ধরে করেছেন এবং তাই তিনি দলের জন্য অমূল্য রত্ন।’ প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসন্ন বিশ্বকাপের জন্য মঙ্গলবার অর্থাৎ ১৫ অগস্ট তাদের স্কোয়াড ঘোষণা করতে পারে। একই সঙ্গে কোচ আরও জানিয়েছেন, ‘বেশ কিছুদিন দলের বাইরে থাকা জোফ্রা আর্চারও চোট থেকে সেরে উঠেছেন। বিশ্বকাপে সে আমাদের স্কোয়াডের অংশ হতে পারে। তিনি বলেন, আমরা তার ফেরার পরিকল্পনা করছি। আমাদের তাদের নিজেদের প্রমাণের সুযোগ দিতে হবে।’
আমরা আপনাকে বলি যে ইংল্যান্ড দল এই মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে। বেন স্টোকস বা জোফ্রা আর্চার ফিরবেন কি না সেটাই দেখার বিষয়।
বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সম্ভাব্য দল:
জেসন রয়, জনি বেয়ারস্টো, মইন আলি, স্যাম কারান, জোস বাটলার, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, মার্ক উড, ডেভিড মালান, টাইমাল মিলস, হ্যারি ব্রুক, রিজ টপলি, ক্রিস ওকস
বেন স্টোকস ও জোফ্রা আর্চার ফেরেন কিনা সেটাই দেখার।