নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই ধাক্কাটা নিঃসন্দেহে বেশ জোরালো ছিল। আপাতত সেই ধাক্কাটা সামলে অস্ট্রেলিয়া লখনউয়ের একনা স্পোর্টস সিটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া অজি ব্রিগেড। বৃহস্পতিবার বিশ্বকাপে তাদের প্রথম জয়ের দিকে তাকিয়ে আছেন প্যাট কামিন্সরা।
এদিকে দক্ষিণ আফ্রিকা আবার গত সপ্তাহে তাদের প্রথম ম্যাচে রেকর্ড-ব্রেকিং খেলায় শ্রীলঙ্কাকে ১০২ রানে পরাজিত করেছিল। তার উপর আবার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা- দুই দলই সম্প্রতি পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল, যেখানে প্রোটিয়ারা সিরিজের শুরুতে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা সত্ত্বেও ৩-২ ব্যবধানে সিরিজ পকেটে পুড়ে নিয়েছিল। যেটা নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে।
তবে অস্ট্রেলিয়াও এখন খোঁচা খাওয়া বাঘের মতো। তারা প্রত্যাবর্তন করতে মুখিয়ে থাকবে। ওয়ানডেতে হেড টু হেড পরিসংখ্যানের প্রেক্ষিতে, অস্ট্রেলিয়ার ৫০টি ম্যাচে জয় পেয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকার ৫৪টি জয় রয়েছে। তবে এদিন লখনউ-তে পরিসংখ্যান বদলাতে মরিয়া থাকবে অজিরা।
আরও পড়ুন: রোহিত কি নেট রানরেটের কথা মাথায় রেখে ঝড় তুলেছিলেন? বাউন্সারের উত্তর দিলেন বুমরাহ
এখন জেনে নিন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কখনও কোথায় কী ভাবে ফ্রি-তে দেখতে পাবেন? দুই দলের একাদশই বা কী হতে চলেছে?
বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কবে খেলা হবে?
বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ১২ অক্টোবর, বৃহস্পতিবার খেলা হবে।
কোথায় হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি লখনউয়ের একনা স্পোর্টস সিটিতে খেলা হবে।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কখন শুরু হবে?
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বেলা ২টো থেকে। টস হবে দুপুর দেড়টায়।
আরও পড়ুন: মাঠে রোহিতের আতসবাজি উপেক্ষা করে গ্যালারিতে চলল মারপিট, ভাইরাল হল দিল্লির ভিডিয়ো
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ টেলিকাস্ট কোন চ্যানেল সম্প্রচারিত করবে?
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি সম্প্রচারিত করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় কী ভাবে দেখা যাবে?
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ডিজনি + হটস্টারে ফ্রি-তে সরাসরি দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে?
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি'কক, তেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার দাসেন, এডেন মার্করাম, এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা।