৮০ রানে তখন অস্ট্রেলিয়ার ৬ উইকেট পড়ে গিয়েছে। হারের মুখে দাঁড়িয়ে দল। ঠিক সেই সময়ে তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ড্রেসিংরুমে বসে সিগারেটে সুখটান দিতে দেখা দিয়েছে। হোক না সেটা ইলেকট্রনিক সিগারেট, কিন্তু দলের খারাপ সময়ে ম্যাক্সির ধোঁয়া ছাড়ার ভিডিয়ো মোটেও ভালো ভাবে নেননি ক্রিকেট ভক্তরা।
লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন একটি ইলেকট্রনিক সিগারেটে টান দিয়ে ম্যাক্সওয়েলের ধোঁয়া ছাড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: পাক ম্যাচের আগেই দ্রাবিড়ের সঙ্গে জমিয়ে গুজরাটি থালি উপভোগ করলেন হিটম্যান- ভিডিয়ো
১৭ বল খেলে মাত্র ৩ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পরই, ম্যাক্সওয়েলকে ই-সিগারেটে সুখটান দিতে দেখা গিয়েছে। তাঁর ধূমপানের ভিডিয়ো ক্যামেরা বন্দি হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চর্চা শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে, অস্ট্রেলিয়া যখন রান তাড়া করছিল, সেই সময়ে। অজিদের ২০তম ওভারে, তখন ৮০ রানে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ হারের মুখে দাঁড়িয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
একদিনের বিশ্বকাপের ইতিহাসে সম্ভবত অজিদের এটি সবচেয়ে খারাপ শুরু। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হারল প্যাট কামিন্সরা। তার থেকেও বড় কথা, দু'টি ম্যাচই পুরোপুরি একপেশে হারল তারা। কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। বৃহস্পতিবার লখনউয়ে ১৩৪ রানে বাজে ভাবে হারে অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। সেটাই সম্ভবত কাল হল। তার উপর আবার জঘন্য ফিল্ডিং। একের পর এক ক্যাচ মিস। অজিদের থেকে এই রকম নিম্নমানের ফিল্ডিং প্রত্যাশিত নয়। যার ফলে নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩১১ রানে শেষ করে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: কাল আটে আট করার লড়াই, জানুন বিশ্বকাপে ভারত-পাক সংঘর্ষের সাত কাহন
এবারের বিশ্বকাপে প্রথম প্লেয়ার হিসাবে পরপর দু'ম্যাচে সেঞ্চুরি হাঁকান কুইন্টন ডি'কক। ৫টি ছয়, ৮টি চারের হাত ধরে ১০৬ বলে ১০৯ রান করেন তিনি। এছাড়া তেম্বা বাভুমা (৩৫), ভ্যান ডার দাসেন (২৬), এনরিখ ক্লাসেনরা (২৯) সে ভাবে ভরসা দিতে পারেননি, তবে এদিনও সেরা ছন্দে পাওয়া যায় এডেন মার্করামকে। ১টি ছয়, ৭টি চারের সাহায্যে ৪৪ বলে ৫৬ রান করেন তিনি। শেষ দিকে গুরুত্বপূর্ণ ২২ বলে ২৬ রান করেন মার্কো জানসেন। জোড়া উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক।
আগেও বিশ্বকাপে তিনশোর বেশি রান তাড়া করে জেতার নজির ছিল না অজিদের। এদিনও তারা পারল না। রান তাড়া করতে নেমে পুরো ল্যাজেগোবরে হল। প্রোটিয়া পেসারদের দাপটে শুরুতেই ৫৬ রানে ৪ উইকেট হারায় অজিরা। ডাহা ব্যর্থ টপ অর্ডার। মিচেল মার্শ (৭), ডেভিড ওয়ার্নার (১৩), স্টিভ স্মিথ (১৯), জোশ ইংলিশরা (৫) এলেন আর গেলেন। মিডল অর্ডারও তথৈবচ। ম্যাক্সওয়েল (৩), স্টইনিসও (৫) রান পাননি। সপ্তম উইকেটে ৬৯ রান যোগ করে মার্নাস ল্যাবুশেন এবং মিচেল স্টার্ক জুটি। ২৭ রানে আউট হন অজি পেসার। তার পর বেশিক্ষণ টেকেনি ল্যাবুশেনও। ৭৪ বলে ৪৬ রান করে আউট হন। শেষদিকে ২২ রান যোগ করেন প্যাট কামিন্স। তবে শেষরক্ষা হয়নি। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন কাগিসো রাবাদা। জোড়া উইকেট নেন জানসেন, কেশব মহারাজ এবং শামসি।