ভারতীয় পতাকা নিয়ে বিতর্কের জেরে মুখ খুলল চেন্নাই পুলিশ। গ্রেটার চেন্নাই পুলিশের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দিন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতীয় পতাকা নিয়ে ঢুকতে দেননি। শুধু তাই নয়, ভারতীয় পতাকা ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
বিষয়টা ঠিক কী হয়েছিল? গত শনিবার চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং চেন্নাই। অভিযোগ ওঠে, সেই ম্যাচে ভারতীয় পতাকা নিয়ে সমর্থকদের মাঠে ঢুকতে বাধা দেন এক পুলিশ অফিসার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বাঁশ দিয়ে ঘেরা জায়গায় অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের মধ্যে কয়েকজন ভারতের জার্সি পরে আছেন। তারইমধ্যে পুলিশের উর্দি পরিহিত এক ব্যক্তির হাতে ভারতের জাতীয় পতাকা দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিয়োর ফ্রেম থেকে তিনি বেরিয়ে যান।
তারপর ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যায় যে একটি ডাস্টবিনের মধ্যে হাত ঢুকিয়েছেন ওই ব্যক্তি (যিনি পুলিশের উর্দি পরেছিলেন)। আর হাতটা তুলতেই তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা দেখা যায়। তারপর তিনি পুলিশের গাড়ির মতো একটা জায়গায় ভারতের জাতীয় পতাকা রাখতে যান। তাঁকে সম্ভবত কেউ কিছু একটা বলছিলেন।
সেই ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই শুরু হয়। তামিলনাড়ুর শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, 'আমাদের দেশের স্বাধীনতার হা-হুতাশ করা হচ্ছে। আমাদের সংবিধানের অংশ পোড়ানো হচ্ছে। আলাদা রাজ্যের দাবি করা হচ্ছে।' সেইসঙ্গে তিনি দাবি করেন, ডিএমকে এবং সহযোগী দলগুলি ভারতের সঙ্গে তামিলনাড়ুকে সংযুক্ত রাখতে চায় না।
তারইমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (পূর্বতন টুইটার) গ্রেটার চেন্নাই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যিনি এম এ চিদম্বরম স্টেডিয়ামের (চিপক স্টেডিয়াম) বাইরে ডিউটিতে ছিলেন। তাঁকে কন্ট্রোল রুমে ডেকে পাঠানো হয়েছিল। তদন্তে যা উঠে আসবে, সেটার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’