বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > CWC 23- ২০১৫ সালের বিশ্বকাপ জয়ের চেয়েও এবারের শিরোপা অনেক বড়- কেন এমন বললন জোশ হেজেলউড

CWC 23- ২০১৫ সালের বিশ্বকাপ জয়ের চেয়েও এবারের শিরোপা অনেক বড়- কেন এমন বললন জোশ হেজেলউড

রবীন্দ্র জাদেজার উইকেট নেওয়ার পরে জোশ হেজেলউড (ছবি-REUTERS)

Josh Hazlewood- বিশ্বকাপ জয়ের পরে এই তারকারা আলাদা করে ফটোও তোলেন। তবে এরপরেই তাদের প্রশ্ন করা হয় কোন বিশ্বকাপটা বিশেষ ২০১৫ নাকি ২০২৩। এর উত্তর দিতে এগিয়ে আসেন জোশ হেজেলউড। তিনি জানান ২০২৩ সালের জয়টা অনেক বড় জয়। এর কারণও ব্যাখ্যা করেন তিনি।

Australia's Josh Hazlewood on ODI World Cup 2023 Win- টিম ইন্ডিয়ার ১২ বছরের দীর্ঘ আইসিসি ট্রফির খরা ২০২৩ বিশ্বকাপের মাধ্যমে শেষ করার স্বপ্ন এবারও অপূর্ণ থেকে গেল। ভারতীয় দল পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখিয়েছিল, কিন্তু একটি খারাপ দিন টিম ইন্ডিয়ার সমস্ত আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। শেষ দিনটি ছিল ভারতের জন্য হতাশাজনক। টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে বোর্ডে মাত্র ২৪০ রান করতে পারে। ৬ উইকেট হাতে রেখে ট্র্যাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে ক্যাঙ্গারুরা এই স্কোর অর্জন করে। এই পরাজয়ের সঙ্গে সঙ্গে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ১০ ম্যাচ জয়ের ধারাও শেষ হয়ে যায়। ভারতের এই পরাজয়ের অনেক টার্নিং পয়েন্ট ছিল, রোহিত শর্মার উইকেট থেকে শুরু করে ট্র্যাভিস হেডের ইনিংস।

তবে এই ম্যাচ জিতে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটার। সেই তালিকায় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ছিল জোশ হেজেলউডের নাম। বিশ্বকাপ জয়ের পরে এই তারকারা আলাদা করে ফটোও তোলেন। তবে এরপরেই তাদের প্রশ্ন করা হয় কোন বিশ্বকাপটা বিশেষ ২০১৫ নাকি ২০২৩। এর উত্তর দিতে এগিয়ে আসেন জোশ হেজেলউড। তিনি জানান ২০২৩ সালের জয়টা অনেক বড় জয়। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। জোশ হেজেলউড বলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষেরও বেশি ভারতীয় দর্শকদের সামনে জয়ের স্বাদটাই আলাদা। তাছাড়া ভারত এবারে বেশ কঠিন দল ছিল। তাই ২০১৫ সালের জয়ের থেকে ২০২৩ সালের বিশ্বকাপ জয়কে বড় বললেন জোশ হেজেলউড।

জোশ হেজেলউড বলেন, ‘আমি মনে করি এটি ২০১৫ সালের জয়ের চেয়েও বড়। স্পষ্টতই সেবারে আমরা আমাদের ঘরের ভক্তদের সামনে ঘরের মাঠে জিতেছিলাম। কিন্তু গত কয়েক মাসে আমরা যে চ্যালেঞ্জগুলি অতিক্রম করে এই জয় পেয়েছি সেটা বিশেষ। ভারতে আসা এবং এই কন্ডিশনে খেলা তাও আবার ভারতের মতো স্পেশাল একটা দলের বিরুদ্ধে খেলে জেতাটা সত্যি অনেক বড়। আবার এমন দিনে জেতাটাও আশ্চর্যজনক। এত বিশাল ভিড়ের সামনে জয়টা সত্যি স্পেশাল। অনেকেই ম্যাচের শেষের দিকে ওখান থেকে চলে যেতে শুরু করেছিল, কিন্তু কিছু মানুষ ছিলেন তারা হয়তো তখনও তাদের স্কোয়াডের উপর বিশ্বাস রেখেছিলেন। প্রথম দুটি খেলা সম্ভবত প্রতিযোগিতার সেরা দুটি দলের বিপক্ষে ছিল। পুরো টুর্নামেন্টে কাঠের ধাক্কা সামলে এগিয়ে চলেছি। আমরা আমাদের নিখুঁত খেলা খেলেছি। আমরা টিম হিসাবে লড়াই করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন