‘এ কী নেশা করে কথা বলছে?’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রেক্ষিতে চটে গেলেন ভারতের প্রাক্তন তারকা হরভজন সিং। যে ভিডিয়োয় নাকি পাকিস্তানের প্রাক্তন ইনজামাম-উল-হক বলছেন, একজন মৌলানার প্রতি এমনই মুগ্ধ হয়েছিলেন হরভজন, যে তিনি প্রায় ধর্ম পালটে নিচ্ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর সেই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) রীতিমতো বিরক্ত এবং ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার। তিনি বলেন, 'এইসব ফালতু লোক যা ইচ্ছা তাই বলে।' যদিও বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক ইনজামাম আপাতত কোনও মন্তব্য করেননি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দাবি করা হয়, যে ব্যক্তি কথা বলছেন, তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম। আর তিনি বলছেন, 'ইনজামাম-উল-হক জানাচ্ছেন যে মৌলানা তারিক জামিলের সঙ্গে দেখা হওয়ার পর কীভাবে প্রায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছিলেন হরভজন সিং। যিনি (মৌলানা) পাকিস্তানের ক্রিকেট দলের সঙ্গে নমাজ পড়তেন।'
ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কী বলা হয়েছে? ভিডিয়োয় শোনা গিয়েছে, ‘মৌলানা তারিক জামিল রোজ আমাদের কাছে আসতেন। আমরা একটা ঘর রেখেছিলাম, যেখানে আমরা নমাজ পড়তাম। মৌলানা তারিক জামিল আমাদের নমাজ পড়াতেন। নমাজের পর আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেন। এক-দু'দিন পর থেকে দেখলাম যে ভারতীয় দলের কয়েকজন সদস্য - ইরফান খান, মহম্মদ কাইফ, জাহির খানরা (আসছেন)। তাঁদের তো আমরা এমনিই বলতাম যে আমাদের সঙ্গে এসে নমাজ পড়ে নাও।’
তারপর একেবারে সরাসরি হরভজনের নাম তোলা হয়। ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শোনা যায়, 'দু'চারজন আরও ভারতীয় খেলোয়াড় আমাদের সঙ্গে চলে আসত। তারা নমাজ পড়ত না। বসে মৌলানার কথা শুনত। হরভজন একদিন আমায় বলতে থাকে, এই লোকটাকে দেখে আমার মনে হয় যে তাঁর কথা মেনে নিই। মৌলানার কথা বলছিল (হরভজন)। এবার ও জানত না যে উনি মৌলানা ছিলেন কিনা। ও (হরভজন) বলেছিল যে ওঁর কথা মেনে নিই। আমি বলতাম যে মেনে নাও, কী সমস্যা আছে। তাতে হরভজন বলেছিল যে তোমায় দেখে আমি আটকে যাই। আমি বলেছিলাম যে আমায় দেখে কেন আটকে যেত। ও বলেছিল যে তোমার জীবন ওরকম নয়।'
আর সেই ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রেক্ষিতেই রীতিমতো চটে গিয়েছেন হরভজন। ওই ভিডিয়ো রিটুইট করে ইনজামামকে আক্রমণ শানিয়েছেন তিনি। সেইসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হরভজন লেখেন, ‘এ কী নেশা করে কথা বলছে? আমি গর্বিত ভারতীয় এবং গর্বিত শিখ। এইসব ফালতু লোক যা ইচ্ছা তাই বলে।’