বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC 2023: ট্রফি হাতে কপিল বা ধোনি নন, ‘বিশ্বকাপ বললে আমি দেখি…’, ফাইনালের আগে রোহিত শর্মার পুরনো ভিডিয়ো ভাইরাল

ICC CWC 2023: ট্রফি হাতে কপিল বা ধোনি নন, ‘বিশ্বকাপ বললে আমি দেখি…’, ফাইনালের আগে রোহিত শর্মার পুরনো ভিডিয়ো ভাইরাল

রোহিত শর্মার পুরনো ভিডিয়ো ভাইরাল (PTI)

ICC CWC 2023: বিশ্বকাপের অর্থ কী তাঁর কাছে? কী বলেছিলেন রোহিত শর্মা?

১৯ নভেম্বর শেষ হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। টিম ইন্ডিয়া দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়। ধোনির নেতৃত্বে ২০১১ সালে এর আগে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেটের পুরুষ টিম। এবারও কি তাই হতে চলেছে? কী ভাবছেন বর্তমান অধিনায়ক? হালে এই সূত্রেই ভাইরাল পুরনো একটি ভিডিয়ো। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সে বার কথা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। কী বলেছিলেন তিনি?

সাংবাদিক বিমল কুমারকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন তাঁর কাছে বিশ্বকাপের অর্থ কী। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বকাপ বলতে তিনি কী বোঝেন? কোন স্মৃতি তাঁর চোখে ভেসে ওঠে? কোন মুখ মনে পড়ে? উত্তরে রোহিত বলেন, ‘বিশ্বকাপ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি, আমি শুধু বিশ্বকাপ দেখি ভাই, কোনও মুখ নয়। আমি বিশ্বকাপ দেখি, যেটি তিনটি স্তম্ভের (পিলারের) ওপর নির্মিত। এবং তার উপর একটা গোলক।’

এর পরে তিনি বলেন, কেন ৫০ ওভারের খেলার বিশ্বকাপ তাঁর কাছে এত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি শুধু বিশ্বকাপটা দেখি, কারণ আমি কখনও বিশ্বকাপ জিততে পারিনি, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি, কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপ হল— বিশ্বকাপ। এটি সবচেয়ে চ্যালেঞ্জিং। প্রথমবার যখন বিশ্বকাপ খেলা হয়েছিল, তখন ৫০ ওভারের বিশ্বকাপই খেলা হয়।’

এর পরে রোহিত বলেন, ‘আমরা এখনও পর্যন্ত দুটি বিশ্বকাপ জিতেছি, ১৯৮৩ সালে এবং তারপর ২০১১ সালে। সেই সময়ে যা ঘটেছিল তা মনে রয়ে গিয়েছে। ১৯৮৩ সালে আমার জন্ম হয়নি, তবে ভিডিয়ো ক্লিপ দেখেছি। যে ভালো জিনিসগুলি হয়েছে, যে কঠিন ম্যাচগুলি ভারত জিতেছে, সবই মনে আসে।’

২০১১ সালের বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না হওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি এসব নিয়ে ভাবি না। আপনি সব সময়েই ফিরে আসতে পারেন, যে কোনও বয়সে, যে কোনও সময়ে আপনি প্রত্যাবর্তন করতে পারেন আপনি। নিজেকে নিজের কাছে প্রমাণ করার জন্য ফিরে আসতে পারেন, অন্য কারও কাছে প্রমাণ করার জন্য নয়। ২০১১ সালে বিশ্বকাপে যখন দল থেকে বাদ পড়েছিলাম, তখন ভাবিনি যে কোনও বিশ্বকাপ খেলতে পারব এবং এখন এটা আমার তৃতীয় বিশ্বকাপ। পৃথিবীতে অনেক কিছুই আছে, যা অসম্ভব মনে হলেও সম্ভব। অসম্ভবকে সম্ভব করার জন্য আপনার নিজের এবং আপনার ক্ষমতার উপর আস্থা থাকতে হবে।’

আবার বিশ্বকাপের ফাইনালে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেখানে কি আবার ভারতীয় ক্রিকেট টিমের জন্য ইতিহাস তৈরি হবে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আর তার মধ্যেই ভাইরাল পুরনো ভিডিয়ো।

 

ক্রিকেট খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.