বেশ কিছু ঘণ্টা পেরিয়ে গিয়েছে বিশ্বকাপ শেষ হওয়ার। কিন্তু এখনও সেই কষ্ট ভুলে উঠতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। এই হার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সহ ভেঙেছে গোটা দেশের মন। এমনকী ক্রিকেটারদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে এই হারকে ঘিরে নিজের কষ্টের অভিজ্ঞতা ভাগ করলেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তথা বিশ্বকাপ দলের সদস্য সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের হার নিয়ে মুখ খোলেন সূর্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এই হারের যন্ত্রণা অত্যন্ত কষ্টকর। কিন্তু এগিয়ে চলা ছাড়া আর কোনও রাস্তা নেই এবং পরের দিন সকালে উঠে ভোলা যাচ্ছিল না কি হয়েছিল গতকাল রাতের সেই কষ্টদায়ক মুহূর্ত।
বিশ্বকাপের ফাইনালে অপ্রত্যাশিত হার কষ্ট দিয়েছে দলের সদস্যদের সহ গোটা দেশকে। যদিও সান্তনা এসেছে ক্রিকেটপ্রেমীদের থেকে, তবে সমালোচনাও হয়েছে ফাইনালে ভুল পরিকল্পনার জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামছে টিম ইন্ডিয়া এবং তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন সূর্যকুমার যাদব। এদিন তিনি জানান, 'অবশ্যই শেষে এসে হারার অনুভূতিটা অত্যন্ত কষ্টকর। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে গোটা টুর্নামেন্টে আমরা যা পারফরর্ম করেছি, তার জন্য অবেকেই আমাদের খেলার প্রশংসা করছে। সেটাই একমাত্র ইতিবাচক ব্যাপার। আমরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে বিপক্ষ দলগুলিকে হারিয়েছি, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।'
এছাড়াও এদিন সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয় সেই পরাজয় সম্বন্ধে। এই প্রশ্নের উত্তরে তিনি জানান, 'আমরা হেরে গিয়েছে, এই ব্যাপারটা মেনে নেওয়া এখনও খুবই কষ্টকর। এইরকম ঘটনা অত সহজে ভোলা যায় না। সময় লাগবে সব ভুলতে। কেউই পরের দিন সকালে উঠে হঠাৎ করে এসব ভুলতে পারবে না। আমরাও জিততে চেয়েছিলাম, কিন্তু শেষ অবধি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এই সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করা ছাড়া আর কোন উপায় নেই। তবে এটা আমাদের নতুন করে শুরু হচ্ছে। নতুন দল, নতুন ছেলে এবং আলাদা একটা উদ্দীপনা।'
প্রসঙ্গত, এবার টিম ইন্ডিয়া মুখোমুখি হবে সেই অস্ট্রেলিয়ার সঙ্গে। এবার দেখার বিষয় কী ফল দেখাতে পারে টিম ইন্ডিয়া আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। যদিও এই সিরিজে নেই একাধিক সিনিয়র ক্রিকেটার। বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। চোট কাটিয়েও এই সিরিজে ফিরতে পারেননি হার্দিক পান্ডিয়া।