বিশ্বকাপে চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে আজ ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। এই ম্যাচ জিতে বিশ্বকাপে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেটে অনেকক্ষণ সময় কাটান মহমদ রিজওয়ানরা। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক। সমালোচকদের জবাব দিয়ে একের পর এক ম্যাচে রান করে চলেছেন তিনি। এবার আফগানদের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ে নেট প্র্যাকটিসের সময় খুশি মেজাজে দেখা গেল তাকে। নেট বোলারদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে অনেকক্ষণ নেটে ঘাম ঝরান পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর নেট বোলারদের আবদার মেনে তাদের অটোগ্রাফ দেওয়া, ছবি তুলতে দেখা যায় তাকে। এমনকী নেট বোলারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায়। নেট বোলারদের মধ্যে ১৯ বছর বয়সী বোলার ধার্মিক ভরদ্বাজ রিজওয়ানকে বল করছিলেন পরে তিনি জানান পাকিস্তানের এই তারকা ব্যাটার বোলারদের বেশ অনুপ্রাণিত করেছেন। ভরদ্বাজ বলেন, ‘পাকিস্তান দলের অনেক বড় ভক্ত আমি। ভারতের পরে অন্য কোনও দলকে যদি ভালো লেগে থাকে সেটা পাকিস্তান। পাকিস্তান ফাইনালে পৌঁছাতে পারলে আমার ভালো লাগবে। রিজওয়ান আমাদের অনেক টিপস দিয়ে সাহায্য করেছে। তিনি বলেছেন আমরা যখন দেশের হয়ে খেলবো সেই সময় এখন রিজওয়ানের সঙ্গে তোলা ছবিগুলো যেন শেয়ার করি। এছাড়া এখানে যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে সে বিষয়ে তিনি অনেক খুশি বলে জানিয়েছেন।’
ডানহাতি এই নেট বোলারকে রিজওয়ান বিশেষ কিছু টিপসও দিয়েছেন বলে জানান তিনি।' ধার্মিক বলেন, 'সৌভাগ্যবশত ওদেরকে আমি বল করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট দলের সবাই অসাধারণ ক্রিকেটার। আমরা ওদের বল করতে পেরেছি। আমি মনে করছি যে এখান থেকে আমরা নিজেদের অনেক উন্নতি করতে পারব।'
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট টিম। তার মধ্যে দুটি ম্যাচ জিতেছে তারা বাকি ২টিতে হারের মুখ দেখেছে বাবর আজমরা। গ্রুপ টেবিলে ৫ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান দল। আফগানের বিরুদ্ধে আজকের ম্যাচে প্রথম ব্যাট করে নিয়েছে পাকিস্তান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে তারা। আজকের রান পাননি মহাম্মদ রিজওয়ান। তবে ৭৪ রানের ইনিংস খেলে গিয়েছেন অধিনায়ক বাবর আজম।