বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। বুধবার হাশমতউল্লাহ শাহিদির আফগানিস্তানকে ১৪৯ রানের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে টম লাথামের দল। বুধবার ব্যাট ও বল, দুই হাতেই আফগানিস্তানকে হাবুডুবু খাইয়েছে নিউজিল্যান্ড। এদিন ম্যাচের নায়ক গ্লেন ফিলিপস হলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার। তিনি তুলে নেন মূল্যবান তিনটি উইকেট ৩৯ রান দিয়ে। এর সঙ্গে তাঁর মোট উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১০২। পাশাপাশি, এই মুহূর্তে তিনি সেরা বোলার এই বিশ্বকাপের এখনও পর্যন্ত।
তাঁর এই পারফরম্যান্স সম্বন্ধে তিনি জানান, 'সত্যি বলতে গেলে যে কেউ এই রেকর্ড গড়লে খুশিই হয়। আমিও খুশি এই রেকর্ড করতে পেরে। আমি শুধু মাঠে নিজের ভূমিকা পালন করছি। এটাই আর কি।' তিনি প্রাক্তন কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির রেকর্ড ভাঙতে পারবেন কিনা, সেই প্রশ্ন করা হলে তিনি জানান, 'সেই রেকর্ড তৈরি করা থেকে এখনও আমি ২০০ উইকেট মতো পিছিয়ে। এবং এই কাজটা একেবারেই সহজ হবে না। তবে আমি বহুদিন ধরে ওনার খেলা দেখেছি।'
টিম ইন্ডিয়ায়ার বিরুদ্ধে ম্যাচের কথা প্রসঙ্গে স্যান্টনার জানান, 'এই মুহূর্তে ওরা খুবই শক্তিশালী দল। ওদের হারানো একেবারেই সহজ হবেনা। তার আগে ধরমশালার পিচের সম্বন্ধে আমাদের একটু বুঝে নিতে হবে। তবে পরিস্থিতি যাই হোক আমরা খেলবো আর তখন বুঝে নেবো। আমাদের নিজেদের খেলার উপর ফোকাস রাখতে হবে।'
উল্লেখ্য, বুধবার নিউজিল্যান্ড ১৪৯ রানে হারায় আফগানিস্তানকে। টসে জিতে প্রথমে কিউয়িদের ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। শুরুটা ভালো হলেও মাঝে দ্রুত দুটি উইকেট হারায় টম ল্যথাম বাহিনী। তবে পরে পার্টনারশিপ গড়তে সফল হওয়ায় ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। অর্ধশতরান করেন উইল ইয়ং, টম লাথাম এবং গ্লেন ফিলিপস। ইয়ং ৬৪ বল খেলে করেন ৫৪, লাথাম ৭৪ বলে ৬৮ এবং ফিলিপস ৮০ বলে ৭১ রান করেন। আফগানিস্তানের হয়ে বল হাতে দুটি করে উইকেট পান আজমতউল্লাহ ও নবীন এবং একটি করে উইকেট পান মুজিব ও রশিদ।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে হাসমতউল্লাহ শাহিদি বাহিনী। মাঝে একটি ছোট পার্টনারশিপ হলেও তা বিশেষ কিছু প্রভাব ফেলতে পারেনি। নিউজিল্যান্ডের বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে যায় আফগানিস্তান। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় তাঁরা। নিউজিল্যান্ডের হয় ৩টি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন। ২টি উইকেট পান ট্রেন্ট বোল্ট এবং ১টি করে উইকেট পান ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। ম্যাচের সেরা হন গ্লেন ফিলিপস।