ICC World Cup 2023 Warm-Up Match-ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ার ২৪ ঘণ্টা পরে, ভারতীয় দল তার দ্বিতীয় অনুশীলন ম্যাচের জন্য কেরালায় পৌঁছে গিয়েছে। ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নেদারল্যান্ডসের মধ্যে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভারতের যেই দল কেরালায় পৌঁছে গিয়েছে সেই দলে কোহলি নেই। বিরাট ছাড়া দলের সব খেলোয়াড়ই কেরালায় পৌঁছে গিয়েছেন।
স্পোর্টসস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট কোহলি দলের সঙ্গে ভ্রমণ করেননি এবং তিনি দলের সঙ্গে কেরালায় যাননি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। তবে কোহলির দলের সঙ্গে না আসার কারণ এখনও জানা যায়নি। এদিকে অন্য একটি রিপোর্টে বলা হয়েছে বিরাট কোহলি ব্যক্তিগত কারণেই দলের সঙ্গে কেরালায় যোগ দেননি। তবে জানা গিয়েছে সোমবার কেরালায় পৌঁছাবেন তিনি। আশা করা হচ্ছে ২ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি।
আসন্ন বিশ্বকাপে খেলতে নামার আগে ভারত আর মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতী টিম ম্যানেজমেন্ট চাইবে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে বাকি একটি প্রস্তুতি ম্যাচে দলের সব খেলোয়াড়কে যেন পাওয়া যায়। আসলে এবারে দলের সব ক্রিকেটারকে নিয়ে, নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামতে চাইবেন রাহুল দ্রাবিড়। ২০১১ সালের পরে বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবারে আবার ঘরের মাঠে খেলা, তাই সুযোগকে কাজে লাগাতে চান রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে তাই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমে নিজেদের শক্তিকে একবার ঝালিয়ে নিে চাইবে টিম ইন্ডিয়া।
২০১১ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারের তাদের বিশ্বকাপে অভিযান শুরু করবে ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে রোহিত শর্মার টি ইন্ডিয়া। এরপর ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ভারতকে তার প্রতিটি ম্যাচের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, কারণ প্রতিটি ম্যাচ বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলেছে।
সকলেই অপেক্ষা করছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের। কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই দুই দলই শিরোপা জয়ের শক্তিশালী দাবীদার হতে চলেছে। কিন্তু অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। তবে সকলের নজর এখন ভারতীয় দলের দিকেই।