বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC IND vs PAK: অনুষ্কার সামনেই রোহিতের বউ রীতিকাকে আলিঙ্গন বিরাটের, ২ ঘরণী পাশাপাশি বসেন দেখেন ম্যাচ- ভিডিয়ো

ICC CWC IND vs PAK: অনুষ্কার সামনেই রোহিতের বউ রীতিকাকে আলিঙ্গন বিরাটের, ২ ঘরণী পাশাপাশি বসেন দেখেন ম্যাচ- ভিডিয়ো

ভারত-পাক ম্যাচের পর অনুষ্কার সঙ্গে রোহিত শর্মার স্ত্রী রীতিকা। ছবি-টুইটার 

একটা সময় একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। অনেক জলঘোলা হয়েছিল দুই ক্রিকেটারের ঘরণীর সম্পর্ক নিয়ে। এবার অন্য ছবি দেখা গেল আমদাবাদে। এক সঙ্গে পাশাপাশি বসে দেখলেন ম্যাচ। আবার রোহিতের স্ত্রী রীতিকে আলিঙ্গন করলেন বিরাট। পাশেই ছিলেন অনুষ্কা।

একটা সময় তারা একে অপরের সঙ্গে কথা বলতেন না। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে করেছেন আন ফলো। বিরাট-রোহিত সম্পর্ক নিয়ে যতবেশি জলঘোলা হয়েছে, ততটাই হয়েছে রীতিকা সাজদে এবং অনুষ্কা শর্মার মধ্যেকার সম্পর্ক নিয়ে। একটা সময় ভারতীয় এই দুই হেভিওয়েটের পরিবার নিয়ে উত্তাল হয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দুই ক্রিকেটারের মধ্যে দূরত্ব কমেছে। সেই সঙ্গে দূরত্ব কমেছে রীতিকা এবং অনুষ্কার মধ্যেও। তেমনই এক ছবি ধরা পড়ল শনিবার।

শনিবার বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রিকেট প্রেমীরা। গ্যালারিতে এক সঙ্গে বসেছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে ও রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ। টিম ইন্ডিয়ার সমর্থকদের মতো তাদেরও 'মেন ইন ব্লু'র হয়ে গলা ফাটাতে দেখা যায়। টিম ইন্ডিয়া ম্যাচ জিততে তাদের মধ্যে চরম আনন্দ লক্ষ্য করা যায়।

ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে আসার পরে, রীতিকা, অনুষ্কা এবং প্রীতি নিজেদের মধ্যে কথা বলছিলেন। তখন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাদের দিকে আসেন ম্যাচ সম্বন্ধে কথা বলতে। কথা বলার আগে বিরাট কোহলি ও রোহিত পত্নী রীতিকা আলিঙ্গন করেন এবং সেই ক্লিপটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখে মুগ্ধ হন ক্রিকেট ভক্তরা। যারা এই ভিডিয়োটি শেয়ার করেছেন, তারা সকলেই টিম ইন্ডিয়া পরিবারের বন্ধুত্বের প্রশংসা করেছে। সকলেই বিভিন্ন ক্যাপশন দিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন।

উল্লেখ্য, রবিবার রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ৭ উইকেটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ জিতে নেয় ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বাবর আজমদের প্রথমে ব্যাট করতে পাঠান। টিম ইন্ডিয়া দাপুটে বোলিংয়ের সামনে টিকতে পারেনি পাকিস্তান। ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারায় তারা। দলের হয়ে একমাত্র অর্ধশতরান করেন অধিনায়ক বাবর আজম। তিনি ৫৮ বল খেলে করেন ৫০ রান। এছাড়াও উইকেট রক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান করেন ৪৯ এবং ওপেনার ইমাম উল হক করেন ৩৬। শার্দুল ঠাকুর ছাড়া বাকি পাঁচটি বোলার- জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা পান দুটি করে উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান করতে শুরু করে দুই ভারতীয় ওপেনার, অধিনায়ক রোহিত শর্মা ও সদ্য ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ওঠা শুভমন গিল। যদিও গিল ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে আসেন টিম ইন্ডিয়ার 'চেজ মাস্টার' বিরাট কোহলি। তিনিও ১৬ রান করে আউট হয়ে যান। এরপর মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের সাথে একটি পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা। দুজনেই অর্ধশতরান করেন। রোহিত শর্মা ৬৩ বল খেলে করেন ৮৬ রান ও শ্রেয়স আইয়ার ৬২ বল খেলে করেন ৫৩ রান। যদিও শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি রোহিত শর্মা। তিনি শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন শ্রেয়স। কেএল রাহুল অপরাজিত থাকেন ২৯ বলে ১৯ রানে। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও একটি উইকেট নেন হাসান আলি।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.