নিউজিল্যান্ড ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ইতিহাস লিখে ফেলেছে নিউজিল্যান্ড। দুই টেস্টের চার ইনিংসের মধ্যে তিনটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। শুক্রবার দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসেও সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। প্রথম টেস্ট ম্যাচে প্রোটিয়াদের ২৮১ রানের বড় ব্যবধানে হারানোর পর, দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ড ৭ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট টেবলের শীর্ষ স্থান আরও মজবুত করেছে। কিউয়িদের কাছে পরিষ্কার হিসেব ছিল যে, এই জয় তাদের এক নম্বর স্থান রক্ষা করবে।
কিউয়িরা মগডালে উঠে বসে থাকায়, অস্ট্রেলিয়া দুইয়ে নেমে গিয়েছে। তিনে রয়েছে ভারতই। ভারতকে শীর্ষে উঠতে হলে, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট দাপটের সঙ্গে জিততে হবে। এদিকে হেরে এক ধাপ নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা নামায় আবার এক ধাপ উপরে উঠে এসেছে ইংল্যান্ড।
আরও পড়ুন: ৫০০ উইকেটের এলিট ক্লাবে সেরা স্ট্রাইকরেট অশ্বিনের, পিছনে ম্যাকগ্রা, মুরলিও, দেখুন সেই মুহূর্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ আপডেটেড পয়েন্ট টেবল:
১. নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলের নতুন নেতা। এখনও পর্যন্ত ৩টি জয় এবং ১টি হারের হাত ধরে চার ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৭৫ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে কিউয়িরা।
২. অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া ১০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যার মধ্যে তারা ৬টিতে জিতেছে, তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র করেছে। তারা ৫৫.০০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে।
৩. ভারত: ভারত বর্তমানে ৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন পর্যন্ত ৩টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে। আর একটি ম্যাচ ড্র করেছে। তারা ৫২.৭৭ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে।
আরও পড়ুন: নখরা চলবে না, বলেছিলেন জয় শাহ, তাও রঞ্জিতে অনুপস্থিত ইশান, চোটের জন্য মুম্বইয়ের ম্যাচে নেই শ্রেয়স
৪. বাংলাদেশ: ২ ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছেয তারা একটিতে জিতেছে এবং ১টি ম্যাচ হেরেছে। ৫০.০০ শতাংশ হারে পয়েন্ট তাদের।
৫. পাকিস্তান: পাকিস্তান ৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। যার মধ্যে ২টি ম্যাচ জিতেছে এবং ৩টিতে হেরেছে। ৩৬.৬৬ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে তারা।
৬. ওয়েস্ট ইন্ডিজ: ওয়েস্ট ইন্ডিজ ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। তারা একটিতে জিতেছে। ২টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচ ড্র করেছে। ৩৩.৩৩ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
৭. ইংল্যান্ড: ইংল্যান্ড ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। তারা তিনটিতে জিতেছে। ৩টি ম্যাচ হেরেছে। এবং একটিতে ড্র করেছে। ২৫.০০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড।
৮. দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। তারা একটিতে জিতেছে। বাকি ৩টি ম্যাচই হেরেছে। তারা ২৫.০০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে।
৯. শ্রীলঙ্কা: শ্রীলঙ্কা টেবলের তলানিতে রয়েছে। কারণ তারা এখনও পর্যন্ত একমাত্র জয়হীন দল। তাদের দু'টি ম্যাচ খেলে, দু'টিতেই হেরেছে।