আসন্ন ২০২৩ ও ২০২৪ সালে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট আসছে, সেগুলি হল- মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মিজোরাম, ওড়িশা, সিকিম। এদের মধ্যে কংগ্রেসের দখলে ছত্তিশগড় ও রাজস্থান। এই জায়গা থেকে খেলা কোনদিকে যেতে পারে, তার দিকে তাকিয়ে গোটা দেশ।
1/6কর্ণাটকে ১৩৫ আসন দখলে রেখে বিজেপিকে বড়সড় মাত দিয়ে এগিয়ে গিয়েছে কংগ্রেস। বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। ২০২৩ মে মাসের পর থেকে এখনও ৯ রাজ্যে বিধানসভা ভোট হওয়া বাকি। তারমধ্যে ২ টি রাজ্যে সরকারে বিজেপি ও ২ টি রাজ্যে কংগ্রেস। এই জায়গা থেকে আসন্ন দিনে ধুন্ধুমার ভোট যুদ্ধ একনজরে। (Photo by Manjunath KIRAN / AFP) (AFP)
2/6আসন্ন ২০২৩ ও ২০২৪ সালে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট আসছে, সেগুলি হল- মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মিজোরাম, ওড়িশা, সিকিম। এদের মধ্যে কংগ্রেসের দখলে ছত্তিশগড় ও রাজস্থান। এই জায়গা থেকে খেলা কোনদিকে যেতে পারে, তার দিকে তাকিয়ে গোটা দেশ। (AFP)
3/6মধ্যপ্রদেশ ও অরুণাচল- মধ্যপ্রদেশে বিজেপির দখলে ১২৭ আসন, কংগ্রেসের দখলে ৯৬। ফলে কাঁটে কি টক্কর সেখানে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের ভোটে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষমেশ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন বিজেপির শিবরাজ। এদিকে, অরুণাচল প্রদেশে ২০১৯ সালে ভোট হয়েছে। সেখানে ৬০ এর মধ্যে ৪৩ আসনে দখলে রেখেছে বিজেপি। বাকি আসনে দখল রয়েছে অন্যান্য পার্টির। (PTI Photo) (PTI05_13_2023_000010B) (AFP)
4/6রাজস্থান ও ছত্তিশগড়-৯০ আসনের ছত্তিশগড়ে ২০১৮ সালের ভোট জিতে মসনদে বসেন কংগ্রেসের ভূপেশ বাঘেল। মূলত সেখানে প্রতিষ্ঠান বিরোধী ভোটেই ২০১৮ এর বিধানসভা ভোটে ব্যাকফুটে যায় রমন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার। কংগ্রেসের দখলে সেবারের ভোটে ছিল ৬৮ আসন। এদিকে, রাজস্থানে কংগ্রেসের মাথাব্যথা মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের সঙ্গে কংগ্রেস নেতা সচিন পাইলটের সংঘাত। এদিকে, বিজেপির মুখ সেরাজ্যে বসুন্ধরা রাজে। শেষবারের ভোটে সেরাজ্যেও প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়ে। এই রাজ্যে কংগ্রেসের দখলে ১০০ ও বিজেপির দখলে ৭৩ আসন রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (AFP)
5/6অন্ধ্র, মিজোরাম, তেলাঙ্গানার পরিস্থিতি- উল্লেখ্য, মিজোরামে ৪০ আসনের মিজোরাম ভোটে মিজো ন্যাশনাল ফ্রন্ট জেতে ২৬ আসন। এরপরই ৫ আসন দখলে রাখে কংগ্রেস। ২০১৯ সালে অন্ধ্রে ভোট হয়। ১৭৫ আসনের বিধানসভায় সেরাজ্যে ১৫১ আসন নিয়ে মসনদে বসে ওয়াই এসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি। এরপরই রয়েছে টিডিপি। এই রাজ্যে ব্যর্থ হয়েছে কংগ্রেস ও বিজেপি। এদিকে. তেলাঙ্গানায় ১১৯ আসনের বিধানসভা ভোটে ২০১৮ সালে টিআরএস পেয়েছে ৮৮ টি , কংগ্রেসে ১৯ টি ও বিজেপি ১ টি আসন। (AFP)
6/6ওড়িশা ও সিকিম- ১৪৭ আসনের ওড়িশা ভোটে ১১২ টি আসন ২০১৯ সালের বিধানসভা ভোটে জিতে নেয় নবীন পট্টনায়কের দল বিজেডি। বিজেপি সেখানে ২৩ আসন দখলে রাখে। কংগ্রেস ৯ টি। ৩২ আসনের সিকিম বিধানসভা ভেটে ১৭ টি আসন দরকার সরকার গড়তে। সেখানে ২০১৯ সালের ভোটে ১৭ আসন জেতে সিকিম ক্রান্তিকারী মোর্চা। বিজেপি ও কংগ্রেস সেখানে একটিও ভোট পায়নি। (AFP)