বাংলা নিউজ > ভোটযুদ্ধ > ৯ রাজ্যের ভোট আসছে! ২ টিতে সরকারে বিজেপি, ২ টিতে কংগ্রেস, স্লগ ওভারে লড়াইয়ের আগে অঙ্ক একনজরে

৯ রাজ্যের ভোট আসছে! ২ টিতে সরকারে বিজেপি, ২ টিতে কংগ্রেস, স্লগ ওভারে লড়াইয়ের আগে অঙ্ক একনজরে

আসন্ন ২০২৩ ও ২০২৪ সালে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট আসছে, সেগুলি হল- মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মিজোরাম, ওড়িশা, সিকিম। এদের মধ্যে কংগ্রেসের দখলে ছত্তিশগড় ও রাজস্থান। এই জায়গা থেকে খেলা কোনদিকে যেতে পারে, তার দিকে তাকিয়ে গোটা দেশ।

অন্য গ্যালারিগুলি