বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠু ও অবাধ ভোট হয়নি বিধাননগরে’ আদালতে যাচ্ছে বিজেপি

‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠু ও অবাধ ভোট হয়নি বিধাননগরে’ আদালতে যাচ্ছে বিজেপি

কলকাতা হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য কলকাতা হাইকোর্ট)

আগামীকাল সোমবার বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর।

বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়াও অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভব নয় বলে আদালতে দাবি জানিয়েছিল বিজেপি। সেই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ না দিলেও রাজ্য নির্বাচন কমিশনকে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরামর্শ দিয়েছিল। হাইকোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, যদি বিধাননগরে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট না হয়, তারজন্য ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনার দায়ী থাকবেন। আদালতের এই বক্তব্যকে কাজে লাগিয়ে এবার নালিশ জানাতে চলেছে বিজেপি। আগামীকাল সোমবার বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর।

বিধাননগরে ভোটের প্রথম থেকেই বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। একাধিক জায়গায় মারপিটের ছবিও ধরা পড়েছে। বিধাননগরে ভোটে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একশোরও বেশি এফআইআর রুজু হয়েছে থানায়। বিজেপি সূত্রের খবর, এই সমস্ত এফআইআরের প্রতিলিপি আদালতে পেশ করে সেখানে যে মোটেও শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হয়নি তা প্রমাণ করতে চাইছে বিজেপি।

ভোটের পরেই বিজেপির রাজ্য সভাপতি মজুমদার বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটগ্রহণ যে একেবারেই সুষ্ঠু হয়নি সেই সমস্ত অভিযোগ নিয়ে আমরা আদালতে যাব।’ এর পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনারের ওপর দায় বর্তানোর কথাও তিনি উল্লেখ করেছেন। আগামীকাল সোমবার কলকাতা হাইকোর্ট খুলবে। কালকেই এই সমস্ত তথ্য আদালতে বিজেপি পেশ করতে পারে বলে সূত্রের খবর।

বন্ধ করুন