বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ভাটপাড়ায় পরপর ইভিএম ভাঙচুরে উত্তেজনা, অভিযোগের তির বিজেপি এজেন্টের বিরুদ্ধে

ভাটপাড়ায় পরপর ইভিএম ভাঙচুরে উত্তেজনা, অভিযোগের তির বিজেপি এজেন্টের বিরুদ্ধে

ভাটপাড়ায় ইভিএম ভাঙার ঘটনা ঘটল।

ইভিএম ভাঙার নিদান সম্প্রতি প্রচারে এসে দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

এবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নিদান দেখা গেল ভাটপাড়ায়। সকাল থেকে পুরসভা নির্বাচন শুরু হতেই অর্জুন গড়ে উত্তেজনা দেখা দিয়েছে। উত্তর ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডে বুথেও ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই ইভিএম ভাঙার নিদান সম্প্রতি প্রচারে এসে দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

ঠিক কী বলেছিলেন বিজেপি সাংসদ?‌ প্রচারে বেরিয়ে অর্জুন সিং বলেছিলেন, ‘বুথ দখল করলে মেশিন ভাঙব। ইভিএম ভাঙব। ইতিহাস করে দেব আমরা। যে প্রিসাইডিং অফিসার ভুয়ো ভোট দেওয়াবে তার চাকরি যাবে।’ এই মন্তব্য স্বয়ং একজন সাংসদের মুখ থেকে শুনে সবাই চমকে গিয়েছেন। আর আজ ভোট শুরু হতেই ভাটপাড়ায় ইভিএম ভাঙার ঘটনা ঘটল।

ঠিক কী ঘটেছে ভাটপাড়ায়?‌ অর্জুন গড় ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই কাজ করে কাঠগড়ায় বিজেপি এজেন্ট। ভোটারদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সিপিআইএম সমর্থক ভোট দিতে এলে তাঁকে ভোট দিতে বাধা দেন বিজেপি এজেন্ট। পরে ইভিএম ভেঙে চম্পট দেন ওই এজেন্ট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পাল্টা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার পুরসভায় বিজেপি প্রার্থীর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‌যে ইভিএম ভাঙবে, সে জেলে থাকবে। কোনওরকম গুন্ডামি করে ভোট করানো যাবে না।’‌

বন্ধ করুন